প্রতিবেদন : বেআইনিভাবে গড়ে ওঠার অভিযোগে মন্দারমণির হোটেল, রিসর্ট, লজ ভাঙতে জেলাশাসকের নির্দেশের উপর জারি করা স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়াল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ জানায়, আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত এই বিষয়ে কোনও পদক্ষেপ করতে পারবে না প্রশাসন। ভাঙা যাবে না কোনও নির্মাণ। মামলার পরবর্তী শুনানি ১৭ জানুয়ারি।
আরও পড়ুন-ক্ষুদ্র শিল্পে ৪,৮৮৮ কোটি বিনিয়োগ
জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে ১১ নভেম্বর মন্দারমণির ১৪৪টি হোটেল, লজ, রিসর্ট ও হোম স্টে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল জেলা প্রশাসন। নোটিশ পেয়েই মাথায় বাজ পড়ে মন্দারমণির হোটেল ব্যবসায়ীদের। হোটেল ভাঙার নির্দেশ অবিলম্বে জেলা প্রশাসনকে প্রত্যাহার করতে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর ওই নির্দেশের বিরুদ্ধে মন্দারমণির হোটেল মালিকদের সংগঠন হাইকোর্টের দ্বারস্থ হয়। ২২ নভেম্বর জেলাশাসকের নির্দেশের ওপর স্থগিতাদেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। সাফ, জানিয়ে দেন আপাতত একটাও হোটেলও ভাঙা যাবে না। সেই নির্দেশের মেয়াদ এদিন আরও বৃদ্ধি করলেন বিচারপতি। মঙ্গলবার ওই মামলায় শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু বিচারপতি অমৃতা সিনহা না থাকায় শুনানি পিছিয়ে যায়। তাঁর অনুপস্থিতিতে বিচারপতি জয় সেনগুপ্ত ২৪ জানুয়ারি পর্যন্ত হোটেল ভাঙার বিষয়ে কোনও পদক্ষেপ না-করার নির্দেশ দিলেন।