মঙ্গলাহাটে হবে মার্কেট কমপ্লেক্স, মাটি পরীক্ষা, পুনর্বাসন মিলবে ১২০০ ব্যবসায়ীর

প্রশাসনের উদ্যোগে ওখানে আধুনিক সুবিধাযুক্ত ঝাঁ-চকচকে বহুতল মার্কেট কমপ্লেক্স তৈরির সিদ্ধান্তে বেজায় খুশি মঙ্গলাহাটের ব্যবসায়ীরা।

Must read

সংবাদদাতা, হাওড়া : হাওড়ায় পুড়ে যাওয়া মঙ্গলাহাটের জমিতে তৈরি হবে ঝাঁ চকচকে ৬ তলা মার্কেট কমপ্লেক্স। এর জন্য মাটি পরীক্ষার কাজ শুরু করতে চলেছে হাওড়া জেলা প্রশাসন। শুক্রবার ওই জায়গায় ‘জমিটি পশ্চিমবঙ্গ সরকারের অধীন’ লেখা একটি সাইনবোর্ড দেখতে পাওয়া যায়। হাওড়ার জেলাশাসক পি দীপাপপ্রিয়া জানান, জায়গটি অনেক আগে থেকেই খাস জায়গা হিসেবে চিহ্নিত ছিল। দু’বছর আগে মঙ্গলাহাট পুড়ে যাওয়ার পর সেখানে নতুন মার্কেট কমপ্লেক্স তৈরি করে ব্যবসায়ীদের পুনর্বাসন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন-বেলপাহাড়িতে বিকল্প চাষের দিশা দেখাচ্ছে পাহাড়ি অর্কিড

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এখানে এসে সেকথা ঘোষণা করেছিলেন। এরপর ওই জায়গায় সরকারের তরফে একটি ৬ তলা মার্কেট কমপ্লেক্স তৈরির সিদ্ধান্ত হয়। ওখানে প্রায় ১২০০ দোকানদারের পুনর্বাসন পাবেন। স্থায়ী দোকানদারদের পাশাপাশি রাস্তায় বসে বেচাকেনা করা দোকানদারদেরও ওখানে পুনর্বাসন দেওয়া হবে। এছাড়াও সেখানে একটি গাড়ি পার্কিংয়ের জায়গা তৈরি করা হবে। কীভাবে কাজ হবে এবং কারা পুনর্বাসন পাবেন, তা ব্যবসায়ীদের সঙ্গে একাধিকবার আলোচনা করে চূড়ান্ত করা হয়। তারপরই এই কাজের রূপরেখা তৈরি হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নামের তালকাও তৈরি করা হয়। সেই কাজ শুরুর জন্য আমরা সয়েল টেস্টিং করছি। এর জন্য ওখানে সাইনবোর্ড টাঙানো হয়েছে। জায়গাটি কারও ব্যক্তি মালিকানায় নেই। সরকারি খাস জায়গা হিসেবে চিহ্নিত ওটি। মাটি পরীক্ষার পরেই জোরকদমে মার্কেট কমপ্লেক্স তৈরির কাজ শুরু হয়ে যাবে। প্রশাসনের উদ্যোগে ওখানে আধুনিক সুবিধাযুক্ত ঝাঁ-চকচকে বহুতল মার্কেট কমপ্লেক্স তৈরির সিদ্ধান্তে বেজায় খুশি মঙ্গলাহাটের ব্যবসায়ীরা।

Latest article