শনিবার এক হাইকিং দুর্ঘটনায় ফ্যাশন ব্র্যান্ড ম্যাঙ্গোর (Mango) প্রতিষ্ঠাতা ও মালিক ইসাক আন্দিচের (Isak Andic) মৃত্যু হল। মৃত্যুকালে ইসাকের বয়স হয়েছিল ৭১ বছর। বার্সেলোনার কাছেই মন্টসেরাট গুহার কাছে পরিবারের সঙ্গে হাইকিংয়ে গিয়েছিলেন তিনি। ১৫০ মিটার উঁচু পাহাড় থেকে হঠাৎ করেই পা পিছলে পড়ে যান তিনি। ম্যাঙ্গোর সিইও টনি রুইজ এই ঘটনায় জানান, ‘ইসাকের প্রয়াণে এক বিশাল শূন্যতা তৈরি হয়েছে। আমরা সবাই, কোনও না কোনওভাবে, তাঁর ঐতিহ্যের সাক্ষী থেকেছি।’
আরও পড়ুন-অতুল সুভাষ আত্মহত্যা মামলায় গ্রেফতার হলেন স্ত্রী নিকিতা, শাশুড়ি-শ্যালক
১৯৬০-এর দশকে ইসাক তাঁর পরিবারের সঙ্গে তুরস্ক থেকে স্পেনের কাতালোনিয়ায় আসেন এবং ১৯৮৪ সালে ম্যাঙ্গো প্রতিষ্ঠা করেন। এখন বিশ্বজুড়ে এই প্রতিষ্ঠানের ২৮০০টি স্টোর আছে। ম্যাঙ্গোর নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে ছিলেন ইসাক। তাঁর ‘নেট ওয়ার্থ’ ছিল ৪.৫ বিলিয়ন ডলার। সূত্রের খবর, ২০২৩ সালে ম্যাঙ্গোর উপার্জন হয়েছিল ৩.১ বিলিয়ন ইউরো। এদের ৩৩ শতাংশ ব্যবসাই অনলাইনে হয়েছিল। বিশ্বের ১২০টি মার্কেটে ম্যাঙ্গোর অস্তিত্ব ছিল।