অপরাজিতা জোয়ারদার, রায়গঞ্জ: আমের চাষ করে উপার্জনের রাস্তা বার করতে প্রচার শুরু করল পশ্চিমবঙ্গ কৃষিজ বিপণন বিভাগ। ইটাহারের কৃষিজ বিপণন বিভাগের সুফল বাংলায় ন্যায্যমূল্যের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করা হল এদিন। এবার সরকারি মূল্যে থাইল্যান্ডের প্রজাতির আমের চারা (Mango seedlings of Thailand species) বাংলাদেশ হয়ে উত্তরবঙ্গে নিয়ে আসা হয়েছে। এই স্টল থেকে উন্নত মানের আমের চারা কম দামে সরকারি মূল্যে বিক্রি করা হবে। জানা গিয়েছে, সরকারি ৩০০ টাকা করে উন্নত মানের আমের চারা বিক্রি করা হবে। বাজারে ওই চারার (Mango seedlings of Thailand species) দাম প্রায় ৯০০ টাকার কাছাকাছি। এই গাছের বৈশিষ্ট্য, চারাগাছ লাগানোর চার মাসের মাথায় ফলন দেবে। বছরে তিনবার আম ধরবে এবং বাজারে সেই আমের দাম ভাল রয়েছে বলে জানান দফতরের আধিকারিকরা। ইতিমধ্যেই উন্নত মানের আমগাছ কম দামে লাগানোর আবেদন প্রচার অভিযান শুরু করা হয়েছে ইটাহারে।
আরও পড়ুন-বালুরঘাট পুরসভায় নিয়োগ শতাধিক