বৃষ্টিতে ভাল ফলবে আম

বৃষ্টিতে ভাল ফলন হবে আমের। ঝড়ে ঝরবে না আমের বোল। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

Must read

সংবাদদাতা, মালদহ : বৃষ্টিতে ভাল ফলন হবে আমের। ঝড়ে ঝরবে না আমের বোল। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। এ বিষয়ে মালদহ জেলা উদ্যানপালন দফতরের উপঅধিকর্তা সামন্ত লায়েক জানান, হাল্কা বৃষ্টির জেরে আমের বোঁটা ও গাছগুলি পরিষ্কার হবে। হাল্কা বৃষ্টির জেরে আমের ফলনের কোনও ক্ষতি হবে না।

আরও পড়ুন-পচে যাচ্ছে পড়ে থাকা আলু

উল্লেখ্য, মালদহ জেলায় এবছর মোট ৩১৬৫০ হেক্টর জমিতে আমচাষ হয়েছে। এখন মুকুলগুলি পরিণত হয়েছে। আর এই সময় আচমকা মেঘলা আকাশ ও হাল্কা বৃষ্টিপাত হওয়ায় আমচাষে কোনও ক্ষতি হবে না বলে দাবি উদ্যানপালন দফতরের। বরং হাল্কা বৃষ্টিপাতের জেরে আমগাছ পরিষ্কার ও আমের বোঁটাগুলি পরিপক্ক হয়ে উঠবে। কিন্তু এই নিম্নচাপ যদি লাগাতার চলতে থাকে তাহলে আমগাছে ধসা রোগ হওয়ার সম্ভাবনা দেখা দেবে। এর ফলে ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা দিতে পারে। এবছর মালদহ জেলার ৩১৬৫০ হেক্টর জমিতে আমের মুকুল এসেছে। তাই চলতি বছর আমের ব্যাপক ফলন হবে বলে মনে করছেন আমচাষিরা।

Latest article