বিধানসভায় হাজির হলেন মানিক, প্রশ্নের মুখে লুক আউট নোটিশ

বিধানসভায় হাজির হয়ে লুক আউট নোটিশকে প্রশ্নের মুখে ফেলে দিলেন পলাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য।

Must read

প্রতিবেদন : বিধানসভায় হাজির হয়ে লুক আউট নোটিশকে প্রশ্নের মুখে ফেলে দিলেন পলাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য। মঙ্গলবার বিধানসভায় একটি স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দিতে আসেন মানিক৷ বৈঠকের পর দলের অন্যান্য বিধায়কদের সঙ্গে কথাও বলেন তিনি। এদিকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে নাকি লুক আউট নোটিশ জারি হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সত্যিই কি মানিক ভট্টাচার্যকে খুঁজে পাচ্ছে না? যদি তাই হয় তাহলে তিনি তাঁর বাড়িতে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছেন, বিধানসভায় বৈঠকে আসছেন। অর্থাৎ স্বাভাবিক জীবন-যাপন করছেন৷ তাহলে লুক আউট নোটিশ কোথায়? কে জারি করল? নাকি জনমানসে ভীতির সঞ্চার করার জন্য ও সম্মানহানি করার জন্যই সুকৌশলে ছড়িয়ে দেওয়া হয়েছে লুক নোটিশের খবর, প্রশ্ন তৃণমূল কংগ্রেসের।

আরও পড়ুন-এবার জলস্বপ্ন প্রকল্পেও দেশের সেরা হল বাংলা, মুখ্যমন্ত্রীকে দেখে শিখুন মোদি-শাহ

মঙ্গলবার তৃণমূল ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেন, মিডিয়ায় দেখছি কারও নামে লুক আউট নোটিশ অথচ তিনি বাড়িতে। যিনি সাধারণ জীবনযাপন করছেন, সব জায়গায় যাচ্ছেন। তাহলে তাঁর বিরুদ্ধে কি সত্যিই লুক আউট নোটিশ জারি হয়েছে? নাকি এটা ভূতের গল্পের মতো হচ্ছে? যদি সত্যিই লুক আউট নোটিশ থাকে তাহলে সেটা দেখানো হোক। এভাবে দলের কোনও নেতার যদি সম্মানহানির চেষ্টা হয় তাহলে তো মুখ খুলতেই হবে। সাফ কথা কুণালের। বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মানিক ভট্টাচার্য বলেন, আমি সাধারণ জীবনযাপন করছি। কলকাতায় নিজের বাড়িতেই থাকছি। এখনও পর্যন্ত তদন্তকারী সংস্থার কথা মেনেই চলেছি, ভবিষ্যতেও চলব। বাকি নোটিশ বা এ বিষয়ে কোনও মন্তব্য করব না।

Latest article