বাসুবেদ ভট্টাচার্য, জলপাইগুড়ি: আবাস যোজনার ঘর ফেরালেন মাল নদীর ঘাটে ভাসানে দুর্ঘটনায় পরিত্রাতা যুবক মহম্মদ মানিক (Mohammad Manik)। তাঁর এই কাজকে সাধুবাদ জানিয়ে প্রশংসা করেছেন মালবাজারের বিডিও শুভজিৎ দাশগুপ্ত। গত বছরের ৫ অক্টোবর ছিল দুর্গাপুজোর দশমী। সেই দিন রাতে মাল নদীর আচমকা হড়পা বানে ভেসে গিয়েছিল অনেকে। মারা গিয়েছিল ৮ জন, জখম হয়েছিল ১৩। এই ঘটনার পর রাজ্য জুড়ে শোকের ছায়া নেমে আসে। সেদিন হড়পা বানে নিজের জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছিলেন জলে। বাঁচিয়েছিলেন বেশ কয়েক জনকে। তার এই অনন্য কাজে সবাই অভিনন্দন জানিয়েছিল। স্বয়ং মুখ্যমন্ত্রী মালবাজার শহরে এসে অভিনন্দন জানিয়ে পুরস্কৃত করেছিলেন। সোমবার আবার এক দৃষ্টান্ত দেখালেন। নিজে মাল পঞ্চায়েত সমিতি দফতরে এসে বিডিও কাছে লিখিতভাবে জানিয়ে তাঁর নামে বরাদ্দকৃত ঘর ফিরিয়ে দিলেন। বিষয়টি নিয়ে মহঃ মানিক জানান, তার থাকবার মতো ঘর আছে। এই মুহূর্তে আমার ঘরের দরকার নেই তাই ফিরিয়ে দিলাম, যাদের দরকার আগে তাদের দেওয়া হোক। সাহসী এই যুবককে (Mohammad Manik) সাধুবাদ দিয়েছেন মালের বিডিও শুভজিৎ দাশগুপ্ত। তিনি বলেন, তার এই কাজকে তাঁরা সাধুবাদ জানিয়েছেন পাশাপাশি বলেন, এটা খুবই ভাল কাজ করেছেন এই যুবক।