বঙ্গ সিপিএমকে পথে বসিয়ে তৃণমূলের ভাষা আন্দোলনকে সমর্থন মানিকের

Must read

প্রতিবেদন : বাংলার সিপিএমকে উপেক্ষা করেই তৃণমূল কংগ্রেসের ভাষা আন্দোলনের পাশে দাঁড়ালেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী সিপিএমের মানিক সরকার (Manik Sarkar)। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূলনেত্রী ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন। মানিক সরকার (Manik Sarkar) সেই আন্দোলন যথার্থ বলে সমর্থন করে বলেছেন, বাংলা ভাষায় কথা বললেই বলা হচ্ছে বাংলাদেশি! বাংলার মানুষকে নিয়ে যা যা হচ্ছে তা নিন্দনীয়। এটা আরএসএস ও বিজেপির চক্রান্ত। মূলত বাঙালি মুসলিম ধর্মাবলম্বীদের টার্গেট করা হচ্ছে। মুসলিম-বিদ্বেষ, দলিত-বিদ্বেষ এবং মহিলা-বিদ্বেষকে সামনে রেখেই আরএসএস বিজেপির মাধ্যমে এই কাজটি করছে। সংবিধান পাল্টে দেওয়ার চেষ্টা করছে। আর তা বাস্তবায়িত করার জন্যই এই কর্মসূচি নিচ্ছে। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি।

আরও পড়ুন: পাঠ্যে আনা হোক রানি শিরোমণির লড়াই : তৃণমূল

Latest article