পূর্ণেন্দু রায়, নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী কেন্দ্র বেনারসের মণিকর্ণিকা ঘাট বিশ্বের বিখ্যাত স্থান হিসেবে পরিচিত। কিন্তু এবার এমন একটি ঘটনা সামনে এসেছে, যার কারণে ভগবান শিবের ভক্তরা মানসিক কষ্ট পেয়েছেন। নর্দমার জলে ভরে গেছে বেনারসের মণিকর্ণিকা ঘাটের মন্দির। এই অবস্থা শুধু মণিকর্ণিকা ঘাটের নয়, শহরের অনেক মন্দির নর্দমার নোংরা জলে ভরা। এমন পরিস্থিতিতে বিজেপি সরকারকে কটাক্ষ করার সুযোগ ছাড়তে চাননি প্রবীণ কংগ্রেস নেতা অজয় রায়। তিনি প্রশ্ন করেছেন, সরকার কি হিন্দুত্বের রক্ষক নাকি ভক্ষক ? তিনি ট্যুইটারে মণিকর্ণিকা ঘাটের ভিডিও পোস্ট করে লিখেছেন যে ‘বাবা মহা শ্মশাননাথকে নর্দমার জলে নোংরা হতে দেখে মর্মাহত। শুধু শহরে নয়, অধিকাংশ মন্দিরে দেবতারা নর্দমার পানিতে নিমজ্জিত।’ সরকারকে কটাক্ষ করে তিনি বেনারসবাসীর উদ্দেশে বলেন যে, আপনারাই বলুন এরা হিন্দুত্বের রক্ষক নাকি ভক্ষক ? ট্যুইটারে অজয় রায়-এর বার্তা ছড়িয়ে পড়তে সময় লাগেনি। কংগ্রেস নেতার পোস্টের প্রতিক্রিয়ায় জনৈক কল্যাণ_গাঙ্গুলি ট্যুইটারে লিখেছেন, ‘হে রাম এরকম দুর্যোগ’। প্রধানমন্ত্রী মোদি এবং মুখ্যমন্ত্রী আদিত্যনাথকে ট্যাগ করে, @PremK_Thakur72 নামে একজন এই ভিডিওটির উত্তরে বলেছেন, আপনি না দেশের জন্য কাজ করেছেন, না দেশের মানুষের জন্য, না ঈশ্বরের জন্য। আপনি কোনও কাজে ১০০% দেননি। আপনি ঈশ্বরকেই রক্ষা করতেন, যার কারণে আজ পর্যন্ত আপনার ভোট ব্যাঙ্কগুলি অক্ষত থাকছে ভক্তদের ঠকিয়ে ।
আরও পড়ুন-তাওয়াং সমস্যা নিয়ে সেনা বৈঠকে ভারত-চিন
বেনারসের মণিকর্ণিকা ঘাটকে মুক্তির পথ হিসেবে বর্ণনা করা হয়েছে। বলা হয়ে থাকে যে মৃত্যুর পর এখানে দাহ হওয়াটা সৌভাগ্যের বিষয়। বলা হয়ে থাকে যে, এখানে শেষকৃত্য সম্পাদন করলে একজন ব্যক্তি মোক্ষ লাভ করে। এই ঘাটে সবসময় মৃতদেহ পোড়ানো হয়। ঘাটে জ্বলন্ত আগুন কখনওই নিভে যায় না। একটি গল্প আছে যে, দেবী পার্বতীর কানের ফুল এই স্থানে একটি পুকুরে পড়েছিল। সমস্ত অসুবিধা সত্ত্বেও, ভগবান শঙ্কর এটি খুঁজে পেয়েছিলেন। কথিত আছে যে, তখন থেকেই জায়গাটির নাম মণিকর্ণিকা হয়। এটাও বলা হয় যে, পার্বতীর কানের ফুলটি মা কর্ণফুল ইচ্ছাকৃতভাবে এখানে লুকিয়ে রেখেছিলেন। প্রকৃতপক্ষে, কর্ণফুল চেয়েছিলেন শিব এখানে দীর্ঘদিন থাকুক এবং এই স্থানটি ঈশ্বরের আগমনে পুণ্য হোক।
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…