প্রতিবেদন : মালদার মানিকচকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবার জন্য টাওয়ার বসানোর কাজ করছে রাজ্য বিদ্যুৎ দফতর। কিন্তু স্থানীয় কিছু মানুষের অসহযোগিতার কারণে সেই কাজে ব্যাঘাত ঘটছিল। লোডশেডিং-এর কোনও সমস্যাই নেই মানিকচকে। নিজেদের কায়েমি স্বার্থে মিথ্যাচার করা হচ্ছে। লোডশেডিং-এর ধুয়ো তুলে বৃহস্পতিবার দুপুরে রাস্তা অবরোধ করলে তা তুলতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। এদিন বিকেলে বিদুৎ দফতরের তরফে মন্ত্রী অরূপ বিশ্বাসের সই করা একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানিকচকের এনায়েতপুরে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। এটি কোনও লোডশেডিংজনিত ঘটনা নয়। বাংলায় কোথাও লোডশেডিং হয় না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোডশেডিং নামটি চিরতরে মুছে দিয়েছেন। অন্যান্য রাজ্যে যেখানে গড়ে প্রতিদিন ৬ থেকে ৮ ঘণ্টা লোডশেডিং হয়, সেখানে পশ্চিমবাংলাতে কোথাও ১ মিনিটও লোডশেডিং হয় না।
আরও পড়ুন-নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে আগামী সপ্তাহে দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী
মালদার মানিকচক এলাকার এনায়েতপুরে সমস্যা হচ্ছে, সেখানে উন্নতমানের বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য মাত্র ৩টি টাওয়ার বসানোর কাজ বাকি আছে। মালদা পাওয়ার গ্রিড থেকে মনিকচক পর্যন্ত ১৩২ কেভি এইচটি লাইন করার জন্য ৮৯টি টাওয়ারের মধ্যে ৮৬টি টাওয়ারের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বাকি ৩টি টাওয়ার বসানো নিয়েই সমস্যা। এই তিনটি টাওয়ার বসানোর কাজ বাকি রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অসহযোগিতার কারণে তিনটি টাওয়ার বসানোর কাজ সম্পন্ন করা যাচ্ছে না। দীর্ঘ ১০ মাস ধরে বিদ্যুৎ দফতর, পুলিশ প্রশাসন চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিদ্যুৎ দফতরের পক্ষ থেকে আবেদন করা হয়েছে ওই ৩টি টাওয়ারের কাজে আন্তরিক ভাবে সহযোগিতা করার জন্য। এই কাজ শেষ হলে অন্যান্য জায়গার মতন এখানেও পরিষেবা পৌঁছে যাবে। এই ঘটনার প্রেক্ষিতে সংবাদিকদের জবাবে প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ বলেন, ওই অঞ্চলে কয়েকজন পরিকল্পিতভাবে অশান্তি করতে চাইছে। বিদ্যুৎ বিভ্রাটের কোনও বিষয় এটি নয়। ওখানে বিরোধী শক্তি চক্রান্ত করে টাওয়ার বসানোর কাজ করতে দিচ্ছে না। বাম-কংগ্রেস মিলিত ভাবে স্থানীয় মানুষকে উসকে দিয়ে গণ্ডগোল পালিয়ে অশান্তি করছে। তাঁর সংযোজন, বাম জামানর মতো অবস্থা এখন আর নেই। মন্ত্রী অরূপ বিশ্বাসের নেতৃত্বে বিদ্যুৎ দফতর বাংলা জুড়ে অভাবনীয় কাজ করছে। মানিকচকের গণ্ডগোলের জেরে পুলিশের বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গোটা ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নবান্ন।