প্রতিবেদন : গণনা শেষ না হওয়া পর্যন্ত গণনার টেবিল ছেড়ে উঠবেন না। গণনার টেবিলে চোখ-কান খোলা রাখতে হবে। রবিবার বিকেলে ভার্চুয়াল বৈঠকে দলকে এই নির্দেশই দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন বিকেল ৫টার কিছু পরে ভার্চুয়াল বৈঠক শুরু হয়। বৈঠকে ছিলেন সমস্ত জেলায় দলের সভাপতি, প্রার্থী, বিধায়ক, ব্লক সভাপতি-সহ সাংগঠনিক নেতৃত্ব। ভোট গণনা নিয়ে দলের এজেন্টদের কী করতে হবে তা আরও ভাল করে বুঝিয়ে বলেন অভিষেক। একইসঙ্গে আগামী কাল অর্থাৎ ভোট গণনার আগের দিন জেলায় জেলায় নির্দিষ্ট জায়গায় একদফা প্রশিক্ষণের কথাও বলা হয়েছে। শুধু তাই নয়, যাঁরা গণনার টেবিলে দলের এজেন্ট হিসেবে বসবেন তাঁদের যাতে কোনওরকম অসুবিধা না হয় সেদিকেও নজর রাখতে নির্দেশ দিয়েছেন অভিষেক।
আরও পড়ুন-তৎপর পুলিশ, জারি ১৪৪ ধারা, বিজেপির উসকানিতে ফের উত্তপ্ত সন্দেশখালি
বৈঠকে এক্সিট পোল নিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (Abhishek Banerjee) বলেন, এটা নিয়ে ভাবার কোনও কারণ নেই। ম্যানিপুলেটেড এক্সিট পোল। এগুলি করানো হয়েছে। আত্মবিশ্বাসের সঙ্গে দৃপ্ত কণ্ঠে সকলকে আশ্বস্ত করে বলেন, ২০১৯-এর থেকে এবারে তৃণমূলের ফল আরও ভাল হবে। আসন ও ভোট শতাংশ দুই-ই বাড়বে। ২০২১-এর প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, ওই বিধানসভা নির্বাচনেও মিডিয়া বিজেপিকে জিতিয়ে দিয়েছিল। কিন্তু বাংলার মানুষ তা হতে দেননি। এবারও বাংলার মানুষ তৃণমূলকেই ভোট দিয়েছেন। ফলে নির্বাচনী ফলাফল নিয়ে ঘাবড়ানোর কোনও কারণ নেই। মানুষ তৃণমূলের সঙ্গে আছে। গোটা প্রচারপর্বে অভিষেক যা দেখেছেন তাঁর যা উপলব্ধি তা তুলে ধরেছেন। এর আগে একাধিক জনসভাতেও একথা তিনি নিজেও বলেছেন। মানুষের চোখ-মুখ বলে দিয়েছে বহিরাগত বাংলা-বিরোধীদের এখানে কোনও জায়গা নেই।
আগামী মঙ্গলবার বাংলা-সহ ভারতবর্ষের মতামত জানা যাবে ইভিএম খুললেই। কিন্তু যেভাবে মিডিয়ার একাংশকে ব্যবহার করে গণনার আগে বিরোধী দলের নেতা-কর্মী ও পোলিং এজেন্টদের উপর চাপ সৃষ্টি করার কৌশল নিয়েছে বিজেপি এদিন সকালেই তার তীব্র সমালোচনা করেছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেকও দলকে এসবে অযথা কান দিতে বারণ করেছেন। কারণ, বিজেপির কৌশলই হচ্ছে বিরোধীদের চাপে ফেলে বিভ্রান্ত করে দেওয়া। ফলে এই মুহূর্তে নার্ভ ধরে রেখে শক্ত হাতে গোটা বিষয়টি সামলাতে হবে। সুষ্ঠুভাবে গণনাপর্ব মেটাতে হবে। কোনওরকম প্ররোচনায় পা দেওয়া যাবে না। মাথা ঠান্ডা রেখে, চোখ-কান খোলা রেখে চলতে হবে। দু’মাসেরও বেশি এই ভোট পর্বের শেষে গণনাকে ঘিরে এখন টানটান উত্তেজনা থাকাটা স্বাভাবিক। সেকথা মাথায় রেখেই দলের নেতা-কর্মীদের বারেবারে সতর্ক করছেন শীর্ষ নেতৃত্ব। বিজেপির কৌশল ভেস্তে দিতেই এই বৈঠকে অভিষেক আরও বেশি করে সকলকে গণনায় ফোকাস করতে বলেছেন। দলীয় নেতৃত্বকে অভিষেকের পরামর্শ, সতর্ক হয়ে গণনা যাতে সঠিকভাবে হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবং ২০২১-এ নন্দীগ্রামের পুনরাবৃত্তি যাতে কোনওভাবে না হয় তা নজরে রাখতে হবে। সেই সঙ্গে তাঁর নির্দেশ, এজেন্টদের পাশে গণনাকেন্দ্রে প্রার্থীকেও থাকতে হবে।
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…