প্রতিবেদন: চলতি মার্কিন সফর নিয়ে মণিপুরে অশান্তির মধ্যে দেশের প্রধান প্রশাসকের মার্কিন মুলুকে পাড়ি দেওয়ার নিন্দায় সরব হয়েছে দেশের রাজনৈতিক মহল। মণিপুর অস্বস্তি পিছু ছাড়েনি আমেরিকাতেও। সেখানেও পোস্টার হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে আমেরিকা প্রবাসী মণিপুরবাসীরা। তার মধ্যেই সাংবাদিক সম্মেলনে মোদির উপস্থিত থাকার সিদ্ধান্তর পরেই বিষয়টি অন্যমাত্রা নিয়েছে।
আরও পড়ুন-রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়ার সেতু ওড়াল ইউক্রেন
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কিরবি বলেছেন, ‘সফর শেষে প্রধানমন্ত্রী মোদি সাংবাদিক সম্মেলনে যোগ দেবেন জানতে পেরে আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ। এই কর্মসূচিটি খুবই গুরুত্বপূর্ণ।’ ইতিমধ্যেই মার্কিন কংগ্রেসে নরেন্দ্র মোদির ভাষণ বয়কট করেছেন ডেমোক্র্যাটরা। প্রথম থেকেই ডেমোক্র্যাটরা মোদির সঙ্গে আলোচনায় ভারতে মানবধিকার লঙ্ঘন, সমাজকর্মী, সাংবাদিক, বিরোধী নেতাদের ওপর হামলার প্রসঙ্গ তোলার জন্য জো বাইডেনের ওপর চাপ সৃষ্টি করেছেন।
আরও পড়ুন-ভারতে আক্রান্ত সংবাদমাধ্যমের স্বাধীনতা, ওয়াশিংটন পোস্টে পাতাজোড়া সাদা-কালো বিজ্ঞাপনে প্রতিবাদ
ফলে অস্বস্তিতে পড়তে হয়েছে মোদি এবং বিজেপিকে। প্রধানমন্ত্রী মোদির মার্কিন সফরের কূটনৈতিক ফল শূন্য বলে দাবি করেছেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। তাঁর মতে, ‘কৌশলগত দিক থেকে খালি হাতেই দিল্লি ফিরতে হচ্ছে প্রধানমন্ত্রী মোদিকে। লাদাখের ৪০২৬ কিলোমিটার দখল করে নেওয়ার পরেও ভারতের বিরুদ্ধে চিনা আগ্রাসনের কোনও উল্লেখ করেনি আমেরিকা।’