লাগামছাড়া হিংসা বন্ধে কোপ নেটে, মণিপুরে যেন লকডাউনের ছবি

জাতিগত হিংসা থামাতে সম্পূর্ণ ব্যর্থ মণিপুরের বিজেপি সরকার। ক্ষোভ বাড়ছে মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের বিরুদ্ধে। গত দশদিনে একাধিক প্রাণহানি ঘটেছে।

Must read

প্রতিবেদন: জাতিগত হিংসা থামাতে সম্পূর্ণ ব্যর্থ মণিপুরের বিজেপি সরকার। ক্ষোভ বাড়ছে মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের বিরুদ্ধে। গত দশদিনে একাধিক প্রাণহানি ঘটেছে। একদিকে মেইতেই ও অন্যদিকে কুকি-জো; যুযুধান দুই গোষ্ঠীই দুষছে রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে। পরিস্থিতি সামাল দিতে মণিপুর সরকার বুধবার সাত জেলায় মোবাইল-ইন্টারনেট পরিষেবার উপর স্থগিতাদেশ আরও তিনদিনের জন্য বাড়িয়েছে।
ক্রমবর্ধমান সহিংসতার মধ্যে রাজ্য প্রশাসন ১৬ নভেম্বর দুদিনের জন্য পরিষেবাগুলি স্থগিত করেছিল।

আরও পড়ুন-আদিবাসীদের সংবর্ধনা বিবিধ সামগ্রী, সুবিধাদান

উদ্দেশ্য ছিল যাতে আইনশৃঙ্খলার সমস্যা তৈরি করতে পারে এমন বিষয়বস্তু ছড়ানো থেকে মানুষকে বিরত রাখা যায়। সোমবার তা আরও দুদিন বাড়ানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় বুধবার এক সরকারি আদেশে বলা হয়েছে, রাজ্য সরকার সর্বশেষ আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে মোবাইল- ইন্টারনেট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব, কাকচিং, বিষ্ণুপুর, থৌবাল, চুরাচাঁদপুর এবং মণিপুরের কাংপোকপির আঞ্চলিক অধিক্ষেত্রে ইন্টারনেট পরিষেবা আরও তিনদিনের জন্য স্থগিত থাকবে।
এর পাশাপাশি বুধবার মণিপুরের ইম্ফল উপত্যকার তিনটি জেলায় পাঁচ ঘণ্টার কারফিউ শিথিল হওয়ায় সাধারণ মানুষ প্রয়োজনীয় জিনিস কিনতে বাজারে ছুটে যান। সরকারি কর্মকর্তারা বলছেন যে সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির আংশিক উন্নতির পরে ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম এবং কাকচিং জেলায় সকাল ৫ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছিল। গত ১৬ নভেম্বর উত্তেজিত জনতা রাজ্যের মন্ত্রী সহ প্রায় ১৫ জন বিধায়কের বাড়িঘর এবং সম্পত্তি ভাংচুর, আগুন বা লুটপাট করার পরে অনির্দিষ্টকালের জন্য কারফিউ বলবৎ করা হয়েছিল। রাজধানী ইম্ফল থেকে পাওয়া খবরে জানা গিয়েছে, এদিন সকালে বাজারগুলিতে অত্যাবশ্যক সামগ্রী কেনার হুড়োহুড়ি পড়ে যায়। কিছু পেট্রোল পাম্পে গাড়ির দীর্ঘ সারি দেখা যায়। মূলত অবরোধ এবং পণ্যবাহী ট্রাকের ওপর হামলার কারণে জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মজুত কমে যাওয়াই ছিল ভিড়ের পেছনে একটি কারণ। মণিপুরের পথঘাটের এই
ছবি লকডাউনের পরিস্থিতি মনে করিয়ে দিচ্ছে।

Latest article