প্রতিবেদন : জাতিদাঙ্গায় জর্জরিত অশান্ত মণিপুরে (Manipur) পক্ষপাতদুষ্ট আচরণ করার অভিযোগ উঠেছিল অসম রাইফেলসের (Assam Rifles) জওয়ানদের বিরুদ্ধে। এবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্যের বিষ্ণুপুর জেলার মৈরাং লামখাইয়ের একটি গুরুত্বপূর্ণ পুলিশ চৌকি থেকে জওয়ানদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। ওই পুলিশ চৌকির দায়িত্ব নেবেন সিআরপিএফ জওয়ানরা। প্রশাসন সূত্রে খবর, মণিপুর পুলিশের আধিকারিকরা সঙ্গে থাকবেন। এর আগে কুকি জনগোষ্ঠীর প্রতি পক্ষপাত দেখানোর অভিযোগ উঠেছিল অসম রাইফেলসের জওয়ানদের বিরুদ্ধে। শুধু তাই নয়, সাম্প্রতিককালে একাধিকবার নৃশংস আচরণ করার অভিযোগ উঠেছিল অসম রাইফেলস-এর (Assam Rifles) বিরুদ্ধে। যদিও তারা সব অভিযোগ অস্বীকার করেছে। তাদের মতে, রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনতেই প্রয়োজনমতো পদক্ষেপ করা হয়েছে।
কয়েকদিন আগে অসম রাইফেলসের কাজের ধরন নিয়ে প্রকাশ্যেই প্রতিবাদ করেছিলেন মণিপুর পুলিশের কয়েকজন কর্তা। যদিও সেই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি এখন বিশ্ববাংলা সংবাদ। গত মে মাস থেকে অশান্ত মণিপুর। মণিপুর হাইকোর্ট মেইতেইদের তফসিলি জনজাতির মর্যাদা দেওয়ার বিষয়টি নিয়ে রাজ্য সরকারকে বিবেচনা করার নির্দেশ দেয়। এর পরেই জনজাতি সংগঠনগুলি নির্দেশের বিরোধিতায় পথে নামে। এখনও ঘরছাড়া ৬০ হাজার।
আরও পড়ুন- মণিপুরের অগ্নিগর্ভ পরিস্থিতিতেও বিদেশ সফরে ব্যস্ত মোদি, সংসদে সৌগত রায়