রাষ্ট্রপতি শাসনেও অশান্ত মণিপুর

গত ৪ এপ্রিল রাত ২টো ৩৭ মিনিটে রাজ্যসভায় মণিপুরে (Manipur) রাষ্ট্রপতি শাসন জারির বিষয়ে আলোচনা শুরু হয়

Must read

প্রতিবেদন: গত ৪ এপ্রিল রাত ২টো ৩৭ মিনিটে রাজ্যসভায় (Rajyasabha) মণিপুরে (Manipur) রাষ্ট্রপতি শাসন জারির বিষয়ে আলোচনা শুরু হয়। বিতর্ক চলাকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) দাবি করেন, নভেম্বর থেকে মণিপুরে কোনও হিংসা ঘটেনি।

আরও পড়ুন-বুমরা ফিরলেও মুম্বই সেই হারেই

কিন্তু তৃণমূল স্তরের বাস্তবতা এই দাবির বাস্তবতাকে প্রশ্নের মুখে ফেলছে। কারণ, এখনও অশান্তি থামেনি মণিপুরে। নভেম্বর ২০২৪ থেকে মার্চ ২০২৫ পর্যন্ত মণিপুরে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ২১ জনের সরাসরি সংঘর্ষে এবং ১৩ জনের ত্রাণশিবিরে চিকিৎসা অবহেলার কারণে হয়েছে বলে স্থানীয়দের দাবি। নিহতদের মধ্যে শিশু, অভিবাসী শ্রমিক, গ্রাম প্রতিরক্ষা স্বেচ্ছাসেবক এবং প্রতিবাদকারীরা রয়েছেন।

Latest article