উত্তপ্ত মনিপুর, বন্ধ ইন্টারনেট

এরপরই ওই এলাকায় ফের কারফিউ জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ডাকা হয়েছে সেনা এবং আধাসেনার জওয়ানদের।

Must read

ফের উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুর (Manipur)। এদিন বিকেলে রাজধানী ইম্ফলের চেকন এলাকায় এক স্থানীয় বাজারের দখল নিয়ে মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এরপরই বেশ কিছু ঘর-বাড়িতে লুঠপাট করা হয় এবং বেশ কয়েকটিতে আগুনও ধরিয়ে দেওয়া হয়ে। পরিস্থিতি সামাল দিতে কারফিউ জারি করা হয়েছে গোটা এলাকায়। বন্ধ থাকবে ইন্টারনেট।

আরও পড়ুন-১০কোটি মানুষকে পরিষেবা প্রদান করল ‘বাংলা সহায়তা কেন্দ্র’: টুইটবার্তায় গর্বিত মুখ্যমন্ত্রী

এই মাসের শুরুতে আদিবাসী কুকি সম্প্রদায় মণিপুরের সংখ্যাগুরু মেইতেই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ শুরু হয়। মেইতেই সম্প্রদায় অনেকদিন ধরেই তফসিলি উপজাতিভুক্ত হওয়ার দাবি জানাচ্ছে। ৩ মে এর বিরোধিতা করে একটি সংহতি মিছিল আয়োজন করেছিল কুকি সম্প্রদায়। সেই মিছিলকে কেন্দ্র করেই সংঘর্ষ শুরু হয় দুই সম্প্রদায়ের মধ্যে। হিংসার জেরে ৭০-এর বেশি মানুষের প্রাণ যায়। কোটি কোটি টাকার সম্পত্তি ক্ষতি হয়েছে। মানুষ ঘর-বাড়ি ছেড়ে সরকারি আশ্রয় শিবিরে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। এদিন তাদের সেই ঘর-বাড়িই জ্বালিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন-১৪ বছর বয়সী ধারাভির মেয়ে এখন বিলাসবহুল বিউটি ব্র্যান্ডের মুখ, ঝুলিতে হলিউডের ছবি

হিংসার হাত থেকে বাঁচতে অনেকেই ঘর-বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে পালিয়ে গিয়েছিলেন। জানা গিয়েছে সেই ফাঁকা বাড়িগুলিতে অবাধে লুঠ চালিয়েছে দুষ্কৃতীরা। এরপরই ওই এলাকায় ফের কারফিউ জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ডাকা হয়েছে সেনা এবং আধাসেনার জওয়ানদের।

Latest article