আবগারি দুর্নীতি মামলায় দিল্লির উপমুখ্যমন্ত্রী তথা আপ নেতা মণীশ সিসোদিয়াকে (Manish Sisodia) ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। অর্থাৎ ২০ মার্চ পর্যন্ত সিসোদিয়াকে (Manish Sisodia) তিহার জেলেই (Tihar Jail) থাকতে হবে। দুর্নীতির এই মামলায় সিবিআই হেফাজত শেষ হওয়ায় সোমবারই সিসোদিয়াকে আদালতে তোলা হয়েছিল। আদালতে যাবার পথে ফের একবার বিজেপিকে তীব্র আক্রমণ করেন সিসোদিয়া। তিনি বলেন, বিজেপি এজেন্সি দিয়ে আমাদের ভয় দেখাচ্ছে। শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করছে। কিন্তু এতেও তারা দুর্নীতির ছিটেফোঁটাও প্রমাণ করতে পারবে না। অন্যদিকে সিবিআইয়ের দাবি, ২০২০১ সালের আবগারি দুর্নীতির তদন্তে সিসোদিয়া আদৌ সহযোগিতা করছেন না। অথচ আবগারি দফতর তাঁর হাতেই ছিল।
আরও পড়ুন: ব্যবহারিক জীবনে ইন্টারনেট অব থিংস