অবশেষে পেলেন জামিন! দ্রুত বিচারের অধিকার থেকে বঞ্চিত সিসোদিয়া, জানাল সুপ্রিম কোর্ট

Must read

প্রায় ১ বছর ৬ মাস পর জামিন পেলেন আম আদমি পার্টির নেতা মণীশ সিসোদিয়া (Manish Sisodia)। শুক্রবার বিচারপতি বি আর গাভাই এবং কেভি বিশ্বনাথনের একটি বেঞ্চ সিবিআই এবং ইডির মামলায় প্রাক্তন দিল্লির উপ-মুখ্যমন্ত্রীকে জামিন দিয়েছে। জামিনের অনুমতি দেওয়া হয়েছে ২ লক্ষ টাকার জামিন বন্ড সাপেক্ষে। এছাড়াও, জামিনের শর্ত হিসেবে সিসোদিয়াকে পাসপোর্ট জমা দিতে হবে এবং প্রতি সোমবার থানায় রিপোর্ট করতে হবে ।

এদিন রায় ঘোষণা করে আদালত জানিয়েছে, “সিসোদিয়াকে (Manish Sisodia) দ্রুত বিচারের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।” রায়ে বলা হয়েছে, “সময়ের মধ্যে বিচার শেষ হওয়ার কোনো দূরবর্তী সম্ভাবনা নেই এবং বিচার শেষ করার উদ্দেশ্যে তাঁকে কারাগারে রাখা সংবিধানের ২১ ধারার লঙ্ঘন ছাড়া আর কিছুই নয়।”

 আরও পড়ুন-শীঘ্রই কাটবে সঙ্কট! ইউনুস-সহ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

সিসোদিয়া হলেন সঞ্জয় সিংয়ের পরে দ্বিতীয় আপ নেতা যাকে আবগারি মামলায় সুপ্রিম কোর্ট জামিন দিয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ইডি মামলায় অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। যদিও সিবিআই মামলায় তিনি হেফাজতে রয়েছেন।

দীর্ঘদিন ধরে জেলবন্দি থাকার পরে অবশেষে মুক্তি। সিসোদিয়ার জামিনের খবর প্রকাশ্য়ে আসতেই মিষ্টি বিতরণ শুরু করেন আপ কর্মী-সমর্থকরা। দলের সাংসদ সঞ্জয় সিং বলেন, কেন্দ্রের স্বৈরাচারী সরকারকে এটা যোগ্য জবাব। দীর্ঘদিন ধরে জেলে বন্দি থাকার পরে সিসোদিয়া মুক্তি পেয়েছেন। একইভাবে অরবিন্দ কেজরিওয়ালও মুক্তি পাবেন বলেই আশাবাদী তিনি।

Latest article