প্রতিবেদন : দিল্লিতে আবগারি কেলেঙ্কারিকাণ্ডে গ্রেফতার হওয়া আপ নেতা মণীশ সিসোদিয়ার জামিনের রায় আপাতত স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডি আলাদা ভাবে যে মামলা করেছে, সেই দু’টি ক্ষেত্রেই এদিন রায় স্থগিত রাখা হয়েছে। তবে এ দিনই অন্য একটি মামলায় দিল্লি হাইকোর্ট জানিয়েছে, আপ সাংসদ রাঘব চাড্ডাকে তাঁর সরকারি বাংলো খালি করতে হবে না।
আরও পড়ুন-সাংবাদিক সৌম্যা বিশ্বনাথন খুনের মামলার রায়দান, ৫ অভিযুক্তকেই দোষী সাব্যস্ত করল আদালত
বুধবার সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি এসভিএন ভাট্টির বেঞ্চে মণীশের জামিনের আবেদনের মামলাটি উঠলে এমন নির্দেশ দেয় শীর্ষ আদালত। গত ফেব্রুয়ারি মাস থেকে সিসোদিয়া জেলবন্দি রয়েছেন। বিচারপতিরা অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজুর থেকে জানতে চান, সিসোদিয়ার বিচার প্রক্রিয়ায় আনুমানিক কত সময় লাগতে পারে? রাজু জানান, সম্ভবত ৯ থেকে ১২ সপ্তাহ সময় লাগবে।
আরও পড়ুন-৩২ হাজার কোটির দুর্নীতি আদানিদের, উঠল নয়া অভিযোগ
সিসোদিয়ার আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি আদালতে অভিযোগ করেন, এক বছর ধরে তদন্ত করার পরও ইডি কাল্পনিক কিছু তথ্যপ্রমাণের উপর নির্ভর করে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে বন্দি করে রেখেছে। সিসোদিয়াকে ঘুষ দেওয়ার অভিযোগ আনা হলেও সেই টাকার সঙ্গে কীভাবে তিনি বা তাঁর পরিবার জড়িত, তার কোনও হদিশ পাচ্ছেন না তদন্তকারীরা।