মঞ্জরী

আদিত্য মুখোপাধ্যায়ের নিবন্ধ ‘এসো পৌষ যেয়ো না’। নাটক লিখেছেন উদয় মজুমদার। এছাড়াও আছে পরিবেশ ও প্রকৃতি, আমাদের বিদ্যালয়, ফিরে দেখা, পাঠ প্রতিক্রিয়া, বইপত্তর প্রভৃতি বিভাগ।

Must read

আসানসোল থেকে প্রকাশিত হয় ‘মঞ্জরী’। ছোটদের ষাণ্মাসিক সাহিত্য সংকলন। হাতে এসেছে জুলাই সংখ্যাটি। দীপ মুখোপাধ্যায় এবং ভবানীপ্রসাদ মজুমদারকে স্মরণ করেছেন রূপক চট্টরাজ ও স্বপন পাল। নানা স্বাদের গল্প উপহার দিয়েছেন জয়া মিত্র, তপন বন্দ্যোপাধ্যায়, অনাথবন্ধু চট্টোপাধ্যায়, নিয়তি রায়চৌধুরী, গৌতম বন্দ্যোপাধ্যায়, দেবব্রত চট্টোপাধ্যায়। উজ্জ্বল উদ্ধার বিভাগে আলোকপাত করা হয়েছে অশ্রুরঞ্জন চক্রবর্তীর উপর।

আরও পড়ুন-সন্তানের নাম রেখেছিলেন পত্রিকার নামে

ছড়া ও কবিতা লিখেছেন পবিত্র সরকার, শংকর চক্রবর্তী, শ্যামলকান্তি দাশ, অচিন্ত্য সুরাল, শৈলেনকুমার দত্ত, হাননান আহসান, সুনির্মল চক্রবর্তী, রতনতনু ঘাটী, পার্থজিৎ গঙ্গোপাধ্যায়, প্রদীপ আচার্য, তরুণকান্তি বারিক, দেবাশিস্ বসু, চন্দন নাথ প্রমুখ। ‘সুকুমার রায়ের মজার জগৎ : আবোল তাবোল’ শিরোনামে নিবন্ধ লিখেছেন শীতল গঙ্গোপাধ্যায়। অঙ্কন রায়ের নিবন্ধের শিরোনাম ‘ছোটদের রবীন্দ্র গান’। আদিত্য মুখোপাধ্যায়ের নিবন্ধ ‘এসো পৌষ যেয়ো না’। নাটক লিখেছেন উদয় মজুমদার। এছাড়াও আছে পরিবেশ ও প্রকৃতি, আমাদের বিদ্যালয়, ফিরে দেখা, পাঠ প্রতিক্রিয়া, বইপত্তর প্রভৃতি বিভাগ। লেখার সঙ্গে আছে ছবি। ছবি আছে ছোটদেরও। সবমিলিয়ে পুজোর আগে ছোটদের জন্য চমৎকার এক পুজো উপহার। সম্পাদক পার্থপ্রতিম আচার্য। দাম ১৫০ টাকা।

Latest article