শনিবারের দুপুরে পঞ্চভূতে বিলীন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Manmohan Singh)। শ্রদ্ধা-সম্মান-স্যালুটে শেষ বিদায় জানানো হল ভারতের অর্থনৈতিক সংস্কারের অন্যতম রূপকার মনমোহন সিং-কে। দিল্লির নিগমবোধ ঘাটে গার্ড অফ অনার- গান স্যালুটে অন্তিম শ্রদ্ধা জানানো হয় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। উপস্থিত ছিলেন দেশের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লোকসভার স্পিকার ওম বিড়লা-সহ বিজেপি এবং কংগ্রেসের বিশিষ্ট নেতৃত্বরা।
আরও পড়ুন- মমতা বন্দ্যোপাধ্যায়ই পশ্চিমবঙ্গের সান্তা
এদিন মনমোহনের (Manmohan Singh) পার্থিব দেহে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী- রাষ্ট্রপতি। ‘ভারতের উদার অর্থনীতির ভগীরথ’কে অন্তিম প্রণাম জানাতে উপস্থিত ছিলেন ভুটানের রাষ্ট্রপতিও। শ্রদ্ধা জ্ঞাপন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে-সহ কংগ্রেসের অন্যান্য নেতারাও। এরপরে দুমিনিটের নীরবতা পালন ও প্রার্থনা করা হয়। মনমোহন সিংয়ের প্রয়াণে কেন্দ্রের তরফে ৭ দিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা করা হয়েছে। কংগ্রেসের তরফেও যাবতীয় কর্মসূচি বাতিল করে দেওয়া হয়েছে। যদিও মনমোহনের স্মৃতিসৌধ নিয়ে কংগ্রেস-বিজেপি দ্বন্দ্বের জটিলতা এখনও কাটেনি। শুক্রবার মধ্যরাতে কেন্দ্রের তরফে সবুজ সংকেত মিললেও সৌধটি কোথায় তৈরি হবে সেই স্থান নির্বাচন নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হয়ে যাওয়ার পর এই নিয়ে আলোচনা করা হবে বলে শোনা যাচ্ছে।