প্রতিবেদন : পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আজ, শনিবার বেলা ১১-৪৫ মিনিটে দিল্লির নিগমবোধ ঘাটে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের (Manmohan Singh) শেষকৃত্য সম্পন্ন হবে৷ শুক্রবার কেন্দ্রের তরফে একথা জানানো হয়েছে। কর্মজীবনে ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী থাকাকালীন শাসক-বিরোধী দুই শিবিরের সদস্যদেরই সমানভাবে দেখতেন মনমোহন সিং৷ দুই পক্ষই তাঁকে সমান সম্মান জানাত, তাঁর পাণ্ডিত্যকে কুর্নিশ করত একবাক্যে৷ বিদায়বেলাতেও সব পক্ষের শ্রদ্ধা নিয়েই বিদায় নিতে চলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং৷ আজ, শনিবার দিল্লিতেই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। তৃণমূলের তরফে তাঁকে শ্রদ্ধা জানাতে দিল্লি পৌঁছচ্ছেন লোকসভার দলনেতা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সর্বত্রই তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন দেশবাসী। দিনভর আলোচনার কেন্দ্রবিন্দু থেকেছেন স্বল্পভাষী সদা হাস্যময় পণ্ডিত মানুষটি।
আরও পড়ুন- ইডির অফিস থেকে ঘুষের টাকা উদ্ধার করল সিবিআই
বৃহস্পতিবার রাতে দিল্লির এইমস হাসপাতালে তাঁর (Manmohan Singh) মৃত্যু হয়৷ শুক্রবার দিনভর মনমোহন সিংয়ের মতিলাল নেহরু মার্গের বাসভবনে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী-সহ রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীরা শ্রদ্ধা জানিয়ে যান। কিছুক্ষণ পরে প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ এদিন সকাল থেকে দিল্লিতে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে৷ সেই বৃষ্টি মাথায় নিয়েই সব দলের শীর্ষ নেতৃত্ব দিল্লি ছুটে এসেছেন প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে৷ উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের তরফে আগেই জানানো হয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে সাতদিনের রাষ্ট্রীয় শোক পালিত হবে সারা দেশে৷ এই ক্ষেত্রে সব সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে৷ পূর্ব নির্ধারিত সমস্ত সরকারি অনুষ্ঠানও বাতিল করা হয়েছে৷ শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে শোকজ্ঞাপন করে শোকপ্রস্তাব গৃহীত হয়৷ সরকারের তরফে জানানো হয়েছে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শনিবার সকালে দিল্লিতে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্যসম্পন্ন হবে।