শততম মন কি বাতের নামে আত্মপ্রশংসায় মুখর মোদি!

Must read

নয়াদিল্লি : মন কি বাতের (Mann ki baat- Modi) নামে নিজেই নিজের প্রশংসায় মুখর মোদি। দেশ জুড়ে আমজনতার দুর্দশা বাড়ছে, রান্নার গ্যাসের দামে আগুন, ক্রমবর্ধমান বেকারত্ব, রাজ্যগুলির প্রাপ্য টাকা আটকে রয়েছে, সমাজে ধর্মের নামে বিভেদ-বিদ্বেষ, নাগরিক সুবিধা থেকে বঞ্চিত দেশবাসী। অথচ দেশের প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে এসে নিজের পিঠ নিজেই চাপড়ালেন! কর্নাটকে বিধানসভা ভোটের মুখে মোদির শততম ‘মন কি বাত’ অনুষ্ঠান ঘিরে বিজেপির তরফে অনেকদিন ধরে প্রচার এবং উন্মাদনা তৈরির চেষ্টা হয়। রবিবার সকাল থেকে প্রচার চলে, প্রধানমন্ত্রী নাকি কথা বলবেন নন্দীগ্রামের বাসিন্দাদের সঙ্গেও। অথচ শততম অনুষ্ঠানে নিজের পাবলিসিটি ছাড়া আর অন্য কিছু করতে শোনা গেল না নরেন্দ্র মোদিকে। মেয়েদের উন্নতির কথা বলে কি নারী নির্যাতনের ঘটনায় শীর্ষে থাকা উত্তরপ্রদেশকে বাঁচাতে চাইলেন প্রধানমন্ত্রী? এই প্রশ্নও উঠল। দেশের উন্নতির কথা বলতে গিয়ে ভুলেও একবারও বাংলার নাম মুখে আনলেন না মোদি (Mann ki baat- Modi)। বাংলার কন্যাশ্রী বিশ্বদরবারে প্রশংসিত হওয়া সত্ত্বেও মোদির বক্তব্যে তা জায়গা পেলো না।

আরও পড়ুন- বন্দুক হামলা আমেরিকায়, মর্মান্তিক মৃত্যু এক শিশু-সহ ৫ জনের

জানা গিয়েছিল, রবিবার সকাল ১১টায় সম্প্রচার শুরু করে ভারতের ১৬টি জায়গার মানুষের সঙ্গে সরাসরি মোদি কথা বলবেন তাঁর মন কি বাত-এর মাধ্যমে। যার মধ্যে পশ্চিমবঙ্গ থেকে নন্দীগ্রামকে নির্বাচন করা হয়েছে বলে শোনা যাচ্ছিল। অনুষ্ঠান শুরুর আগে ট্যুইটে প্রচারও শুরু হয়। অথচ দেশের আসল সমস্যা থেকে সাধারণ মানুষের নজর ঘোরাতে নিজের পাবলিসিটিই করে গেলেন প্রধানমন্ত্রী। বাংলা নিয়ে একটা শব্দও খরচ করলেন না। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত ‘কন্যাশ্রী’ প্রকল্পকে নকল করে তৈরি ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্পের গুণগান করেছেন মোদি, কিন্তু কন্যাশ্রী যে আজ বিশ্ববন্দিত সেই প্রসঙ্গে একটা কথাও বলেননি তিনি। মোদির বাসস্থান থেকে ঢিল ছোঁড়া দূরত্বে বসে আছেন ভারতের পদকজয়ী মহিলা কুস্তিগিরেরা। অথচ তাঁদের ক্ষোভ-প্রতিবাদ নিয়ে একটি শব্দও ব্যয় করলেন না প্রধানমন্ত্রী। সরকারি মঞ্চ থেকে নিজেকে তিনি তুলে ধরলেন শুধুমাত্র রাজনৈতিক ব্র্যান্ড হিসেবে, অভিযোগ বিরোধীদের। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র ট্যুইট করেছেন, ৮.৩ কোটি টাকা মন কি বাত-এ খরচ করা মোট টাকা নয়.. এটি হল মন কি বাতের মাত্র একটি এপিসোডে খরচ করা টাকা। এখনও পর্যন্ত ১০০টি পর্ব সম্পন্ন হয়েছে, যার মানে মোট খরচ হয়েছে ৮৩০ কোটি টাকা। আর কতদিন অশিক্ষিত ফৌজকে বোকা বানাবেন? তৃণমূলের আরেক সাংসদ জহর সরকার ট্যুইটে কটাক্ষ করেছেন, মোদিজি বুড়াদিন ওয়াপস কর। আম আদমি পার্টির পক্ষ থেকে মন কি বাতের পর ট্যুইট করে বলা হয়েছে, মন কি বাত নয়, মেয়েদের ন্যায় দেওয়ার কথা বলুন। কবে করবেন দুর্বৃত্ত ব্রিজভূষণকে গ্রেপ্তার? কংগ্রেসের পক্ষ থেকে শ্যামা মহম্মদ মন কি বাতের সমালোচনায় টুইট করে বলেন, প্রধানমন্ত্রী বলেছেন তিনি ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ ক্যাম্পেইন শুরু করেছেন এবং এবার ‘মেয়েদের সঙ্গে সেলফি’ প্রচারাভিযান করেছেন। ভারতের মেয়েরা চেয়ারম্যান ব্রিজভূষণ সিংয়ের যৌননির্যাতনের প্রতিবাদ করছে। তিনি কি তাদের উদ্বেগের কথাও বলেছেন? নারীদের নিয়ে মোদিজির উদ্বেগ লোক দেখানো।

Latest article