বঙ্গ

৩ রাজ্যের পুলিশ-প্রধানদের বৈঠকে সংবাদ মাধ্যমের বিরুদ্ধে অভিযোগ করলেন মনোজ মালব্য

পঞ্চায়েত নির্বাচন (Panchayat election) সামনেই। মঙ্গলবার, তিন রাজ্যের পুলিশ-প্রধানদের বৈঠকে সংবাদ মাধ্যমের বিরুদ্ধে অভিযোগ তুললেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য (Police DG Manoj Malabya)। এদিন ঝাড়খণ্ড ও বিহারের (Jharkhand-Bihar) ডিজি-দের সঙ্গে বৈঠক করেন পশ্চিমবঙ্গের ডিজি।

পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব ও তার পরে রাজ্যে বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ উঠেছে। এদিন, বিহার পুলিশের ডিজি আরএস ভাট্টি ও ঝাড়খণ্ডের ডিজি অজয় কে সিংয়ের সঙ্গে সমন্বয় বৈঠকে বসেন মনোজ মালব্য। বৈঠকের পরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিন ডিজি। সেখানে মালব্য জানান, নির্বাচন ছাড়াও রাজ্যে বিচ্ছিন্ন ঘটনা ঘটে। ‘‘ছোট ঘটনাকেও যদি মিডিয়া এমন দেখায় যে, বাংলায় এই হচ্ছে, ওই হচ্ছে, সেটা উচিত নয়।’’ হিংসার পরিসংখ্যান বেড়েছে নাকি কমেছে- নির্বাচনের পরে জানাবেন বলে মন্তব্য করেন রাজ্য পুলিশের ডিজি।

আরও পড়ুন-স্বামী বিবেকানন্দের প্রয়াণদিবসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্রদ্ধার্ঘ্য

পঞ্চায়েত ভোটে এত শান্তিপূর্ণ মনোনয়ন আগে রাজ্য দেখেনি। দক্ষিণ ২৪ পরগনায় গিয়ে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পরিসংখ্যান তুলে তিনি জানান, ‘‘এত শান্তিপূর্ণ মনোনয়ন এর আগে কখনও হয়নি। ২ লক্ষ ৩১ হাজার মনোনয়ন জমা পড়েছে।’’ এদিন, দু-তিনটে হিংসার ঘটনার কথা মেনে নিয়ে মলব্য জানান, যেখানে ঘটনা ঘটেছে পুলিশ দ্রুত পদক্ষেপ করেছে। উপর থেকেও নির্দেশ রয়েছে। যে কোনও হিংসার ঘটনা হলে তাকে দ্রুত নিয়ন্ত্রণে আনতে হবে। ডিজি-র কথায় ‘‘এমন কোনও ঘটনা ঘটেনি, যা আমরা নিয়ন্ত্রণে আনতে পারিনি। পুলিশ নিজেদের কাজ করছে।’’ রাজ্যের মানুষকে আশ্বাস দিয়ে মালব্য বলেন, ‘‘আপনাদের নিশ্চিত করে বলছি, নির্বাচনে পুলিশ ভাল ভাবে কাজ করবে।’’

আরও পড়ুন-স্বামী বিবেকানন্দের প্রয়াণদিবসে মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রদ্ধাজ্ঞাপন

এদিন, সমন্বয় বৈঠকে পঞ্চায়েত ভোটে বিহার বা ঝাড়খণ্ড থেকে যাতে অস্ত্র এ রাজ্যে না ঢোকে, তার জন্য বাংলার সীমানায় নাকা চেকিং শুরু হবে বলে সিদ্ধান্ত হয়। বিহারের ডিজি আরএস ভাট্টি জানিয়েছেন, শুধু মুঙ্গের থেকেই বেআইনি অস্ত্র উদ্ধার হয় না। এখন অন্য জায়গা থেকেও বেআইনি অস্ত্র উদ্ধার হচ্ছে।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

1 hour ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

2 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

2 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

2 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

2 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 hours ago