শিবপুরে ধস, ঘটনাস্থল পরিদর্শনে মনোজ তিওয়ারি

Must read

শিবপুর বিধানসভা কেন্দ্রে আট নম্বর ওয়ার্ডের অন্তর্গত ভাগার এলাকায় ধসের ফলে জলের পাইপ লাইন ফেটে বিপত্তি। বিভিন্ন ওয়ার্ডের জল সরবরাহ বন্ধ। শুক্রবার সকালে শিবপুরের বিধায়ক তথা ক্রীড়া ও যুব কল্যাণ প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি (manoj tiwari) ঘটনাস্থলে পরিদর্শনে যান। এলাকার মানুষের সঙ্গে কথা বলেন। তাদের খাবারের ব্যাবস্থা করেন। যাদের বাড়ি ভেঙে গিয়েছে তাদের নিকটবর্তী স্কুল কিংবা পাকা বাড়িতে থাকর কথা বলেন। মনোজ তিওয়ারিকে (manoj tiwari) কাছে পেয়ে এলাকার মানুষ খুশি। যে সব ওয়ার্ডে জল নেই সেখানে জলের গাড়ি পাঠানো হয়েছে। আরো জলের গাড়ি পাঠানো হচ্ছে।

আরও পড়ুন-নিবেদিতা সেতুতে চাকা ফেটে উল্টে গেল ম্যাটাডোর, হত ৪ ব্যবসায়ী

Latest article