Manoj Tiwary in Goa: গোয়ায় তৃণমূলের প্রচারে বাংলার মন্ত্রী

Must read

পানাজি : গোয়ায় প্রচারে এবার বাংলার মন্ত্রী মনোজ তিওয়ারি (Manoj Tiwary in Goa)। স্থানীয় তৃণমূল নেতৃত্বকে সঙ্গে নিয়ে শনিবার গোয়ার (Manoj Tiwary in Goa) বিভিন্ন জায়গায় ডোর টু ডোর প্রচার করলেন বাংলার ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ। হাটে বাজারে ঘুরে সাধারণ মানুষ, দোকানদার, ছোট ব্যবসায়ী সহ বহু মানুষের সঙ্গে কথা বলে তাঁদের জীবনযাত্রা, অর্থনৈতিক অবস্থার কথা জানতে চান।

আরও পড়ুন-তৃণমূলনেত্রীর পাশে Akhilesh Yadav

বিজেপি সরকারের (BJP Government) আমলে গোয়ার মৎস্যজীবী, ব্যবসায়ী, কর্মসংস্থানহীন বেকার যুবকদের অবস্থা অত্যন্ত শোচনীয়। এই বিষয়গুলিকে অগ্রাধিকার দিয়ে প্রচারে তুলে এনেছে তৃণমূল কংগ্রেস। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও গোয়া সফরে গিয়ে সাধারণ মানুষের দুর্দশার ছবিটা তুলে ধরেছিলেন। তৃণমূল নেতা লিয়েন্ডার পেজও পুরো গোয়া ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে এর আগে কথা বলেছেন। এদিন মহিলাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

আরও পড়ুন-‘মমতা বাংলার বাঘিনি’, বলল Saamana

বছর ঘুরলেই গোয়ায় বিধানসভা নির্বাচন (Goa Assembly Election)। তার আগে বিজেপি সরকারের আমলে গোয়ার কঙ্কালসার চেহারাটা বেরিয়ে পড়েছে। তৃণমূল কংগ্রেস গোয়ায় জোরদার প্রচার শুরু করায় ব্যাপক চাপে বিজেপি। এখানে কংগ্রেস, গোয়া ফরওয়ার্ড পার্টি সহ আরও দু’একটি দল থাকলেও তারা গোয়ার সাধারণ মানুষের সমস্যা নিয়ে কোনওদিনই সরব হয়নি। কংগ্রেস সরকার নিজেদের বিধায়কদের কার্যত তুলে দিয়েছে বিজেপির হাতে। পিছনের দরজা দিয়ে গোয়ায় ক্ষমতায় এসেছে বিজেপি। আর গোয়া ফরওয়ার্ড পার্টি তৃণমূল কংগ্রেসে পাত্তা না পেয়ে সেই কংগ্রেসের হাত ধরেছে। এই অবস্থায় তৃণমূল কংগ্রেসই একমাত্র বিকল্প হিসেবে নিজেদের তুলে ধরতে সক্ষম হয়েছে। চলতি মাসে আবারও গোয়া সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Latest article