প্রতিবেদন : মাঠে ফিরে দ্বিতীয় ম্যাচেই সেঞ্চুরি হাঁকালেন মনোজ তিওয়ারি (Manoj Tiwary)। সিএবি ওয়ান ডে টুর্নামেন্টে সোমবার দ্বিতীয় ম্যাচ খেলেন রাজ্যের মন্ত্রী মনোজ (Manoj Tiwary)। তাঁর চওড়া ব্যাটেই এদিন ওয়াইএমসিএ-কে ১০ উইকেটে হারাল মোহনবাগান (Mohun Bagan)।
রবিবার প্রথম ম্যাচ খেলতে নেমে ব্যাটে বড় রান পাননি বাংলার প্রাক্তন অধিনায়ক। তবে এদিন দলের হয়ে ওপেন করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট করেন মনোজ। সেঞ্চুরি পূর্ণ করে মাত্র ১০০ বল খেলে ১০৩ রানে অপরাজিত থাকেন ক্রীড়া প্রতিমন্ত্রী। মনোজের ইনিংস সাজানো ১০টি বাউন্ডারি ও ৬টি ওভার বাউন্ডারিতে। সঙ্গী ওপেনার অভিমন্যু ঈশ্বরণ ৫৬ রানে অপরাজিত থাকেন। মনোজের দাপটে ওয়াইএমসিএ-র ১৭৩ রান মাত্র ২৬.৪ ওভারেই তুলে দেয় মোহনবাগান।
আরও পড়ুন-ছক্কায় সেঞ্চুরির লোভ সামলে নিয়েছি : রাহুল
এদিন দুর্দান্ত বোলিং করেন মোহনবাগানের বোলাররাও। অভিজ্ঞ পেসার নীলকণ্ঠ দাস ৪ উইকেট নিয়ে সব থেকে সফল বোলার। সায়ন ঘোষ, অর্ণব নন্দী, রাজকুমার পালের ঝুলিতে দু’টি করে উইকেট। মনোজ এদিন মাত্র ২ ওভার বোলিং করলেও কোনও উইকেট পাননি। নীলকণ্ঠদের দাপটে ওআইএমসিএ প্রথমে ব্যাট করে শুরু থেকে ব্যাটিং বিপর্যয়ের মধ্যে পড়ে। মহম্মদ আজহারউদ্দিন ৬৫ রানের লড়াকু ইনিংস না খেললে দেড়শো রানের গণ্ডি টপকাত না তাদের। এদিন স্থানীয় ক্রিকেটে সেঞ্চুরি করেন টাউনের সন্দীপ তোমরও। তাঁর ৮২ বলে অপরাজিত ১৩৩ রানের ইনিংসে ভর করে টাউন ১১৭ রানে হারায় আইবিএএস-কে।