শহর জুড়ে এবার অপরাধ ঠেকাতে শহরের অপরাধপ্রবণ এলাকা বা জ়োন চিহ্নিত করার নির্দেশ দিলেন কলকাতা পুলিশের (Kolkata Police) নগরপাল মনোজ ভার্মা। এলাকা চিহ্নিত করে সেই সব জায়গায় সিসি ক্যামেরার নজরদারি নিশ্চিত করতে বলা হয়েছে। গত সপ্তাহে এই মর্মে লালবাজারের গুন্ডা দমন শাখার গোয়েন্দাদের সঙ্গে বৈঠক করেন কলকাতা পুলিশের নগরপাল মনোজ বর্মা।
আরও পড়ুন-যোগীরাজ্যে বিয়েবাড়িতে চিতাবাঘ, বাঘ উদ্ধারে আহত বনকর্মী
গত কয়েক মাসে কলকাতাজুড়ে বেশ কয়েকটি অপরাধের ঘটনা নজর কেড়েছে। নারকেলডাঙায় প্রকাশ্যে গুলি চালিয়ে কোটি টাকা ডাকাতির ঘটনা, কড়েয়ার একটি শপিং মলের কাছে কয়েক লক্ষ টাকা লুট, কসবায় শাসকদলের পুরপ্রতিনিধি সুশান্ত ঘোষের উপরে দুষ্কৃতীদের হামলা শহরের নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলেছিল। ঘটনাগুলিতে ভিন্ রাজ্যের দুষ্কৃতীদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গিয়েছে তবে দুষ্কৃতীরা ভিন্ রাজ্য থেকে শহরে এসে ঘাঁটি গেড়ে, রেকি করে অপরাধ করছে সেই বিষয়টিও চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। নারকেলডাঙা এবং কসবার ঘটনায় ভাড়া করা বাড়িতে এসে আশ্রয় নিয়েছিল অভিযুক্তেরা। পরে তাদের ধরতে সক্ষম হন গোয়েন্দারা। তবে যে ভাবে শহরে এসে নির্দ্বিধায় অপরাধ করছে দুষ্কৃতীরা এবং গোয়েন্দারা আগেভাগে কোন তথ্য পাচ্ছেন না সেই নিয়ে অসন্তুষ্ট নগরপাল। তাই ‘সোর্স নেটওয়ার্ক’ আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন নগরপাল। শহরে দুষ্কৃতীদের গতিবিধির খবর গোয়েন্দারা যেন আগেভাগেই পেতে পারেন সেই বিষয়ে নজর দেওয়ার নির্দেশ দেন তিনি।
আরও পড়ুন-অভিষেকের অফিসিয়াল ফেসবুক পেজে তথ্য বিকৃতি, মেটাকে নোটিশ সাংসদের আইনজীবীর
প্রসঙ্গত, নারকেলডাঙার ঘটনায় ঘটনাস্থলে সিসি ক্যামেরার নজরদারি না থাকায় তদন্তে বেগ পেতে হয় পুলিশকে। তাই এবার নগরপাল শহরের সব অপরাধপ্রবণ এলাকায় সিসি ক্যামেরার নজরদারি বাড়ানোর কথা বলেছেন। গুন্ডা দমন শাখাকে অপরাধপ্রবণ এলাকা চিহ্নিত করতে বলা হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে সেই কাজ। তালিকা তৈরি করে সেই সমস্ত জায়গায় সিসি ক্যামেরা লাগানোর কাজ শুরু হবে। লালবাজার সূত্রে খবর, নগরপাল গুন্ডা দমন শাখার সঙ্গে বৈঠক করে ইতিমধ্যেই তাদের কাজের দিশা ঠিক করে দিয়েছেন।