উল্টোডাঙা ফুটব্রিজে ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার

Must read

খাস কলকাতায় ফের ঝুলন্ত দেহ উদ্ধার। তবে এবার আর কোনও আবাসন বা বাড়িতে নয়, মানিকতলা থানার অন্তর্গত হাডকো ফুট ওভারব্রিজে বছর ৩৫-র এক যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে মৃতের নাম সঞ্জয় মিত্র। তিনি উল্টোডাঙার (Ultadanga footbridge) বাসিন্দা। মানিকতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে আরজি কর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

আরও পড়ুন- টানা ৩ দিন বন্ধ হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটের মেট্রো পরিষেবা! ভোগান্তি যাত্রীদের

বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ফুট ব্রিজে দেহ দেখতে পেয়ে চমকে ওঠেন। দ্রুত পুলিশে খবর যায়। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই খুনের প্রকৃত কারণ স্পষ্ট হবে। ইতিমধ্যেই মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Latest article