রবিবার মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে তৃতীয় স্থানে শেষ করেন ভারতের মনু ভাকের (Manu Bhaker)। দুর্দান্ত পারফরম্যান্স করলেও শেষপর্যন্ত ব্রোঞ্জ নিয়েই শেষ করতে হয় তাঁকে। অল্পের জন্য হাতছাড়া হয় রুপো। ২১ তম শটের শেষে মনু ০.১ পয়েন্টে এগিয়ে দু’নম্বরে ছিলেন। ২২ তম শটে ১০.৩ স্কোর করেন। তবে এরপরেই দক্ষিণ কোরিয়ার শ্যুটার ১০.৫ স্কোর করে মনুকে টপকে যান। মনুর হাত ধরে অলিম্পিক্সের শ্যুটিংয়ে ভারতের ১২ বছরের পদক খরা অবশেষে কাটল। ২০১২ সালের ৩ অগস্ট বিজয় কুমারের পরে ২০২৪ সালের ২৮ জুলাই অর্থাৎ আজ এই পদক জিতলেন মনু।
আরও পড়ুন-ফের দুর্যোগের মুখে সুন্দরবনের উপকূল এলাকা
মহিলাদের ১০ এয়ার পিস্তলের ফাইনালে প্রথম সিরিজের (পাঁচটি শট) পরে দ্বিতীয় স্থানে ছিলেন ২২ বছরের মনু। প্রথম পাঁচটি শটে তাঁর স্কোর ছিল – ১০.৬, ১০.২, ৯.৫, ১০.৫ এবং ৯.৬। সবমিলিয়ে ৫০.৪ পয়েন্টের দৌলতে দ্বিতীয় স্থানে ছিলেন। শীর্ষে ছিলেন দক্ষিণ কোরিয়ার শ্যুটার (৫০.৪)। দ্বিতীয় সিরিজে মনুর শটের স্কোর ছিল ১০.১, ১০.৩, ৯.৬, ৯.৬ এবং ১০.৩। এর পরে তৃতীয় স্থানে নেমে যান মনু। তাঁর স্কোর দাঁড়ায় ১০০.৩। তাঁর আগে ছিলেন দক্ষিণ কোরিয়ার দুই শ্যুটার। একজনের স্কোর হল ১০১.৭। অপরজনের স্কোর হল ১০১.৭।