খেলরত্নের তালিকায় নেই মনু, শুরু নতুন বিতর্ক

প্যারিস অলিম্পিকে শুটিংয়ে জোড়া ব্রোঞ্জ জিতে চমক দিয়েছিলেন। সেই মনু ভাকেরের নাম মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত হয়নি!

Must read

নয়াদিল্লি, ২৩ ডিসেম্বর : প্যারিস অলিম্পিকে শুটিংয়ে জোড়া ব্রোঞ্জ জিতে চমক দিয়েছিলেন। সেই মনু ভাকেরের নাম মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত হয়নি! যা নিয়ে বিতর্ক চরমে।
খেলরত্ন পুরস্কার ক্রীড়াক্ষেত্রে ভারতের সর্বোচ্চ সম্মান। স্বাধীন ভারতের প্রথম ক্রীড়াবিদ হিসাবে একই অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়েছেন মনু। অথচ কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের তরফ থেকে যেসব ক্রীড়াবিদদের নাম খেলরত্ন পুরস্কারের জন্য সুপারিশ করা হয়েছে, সেই তলিকায় মনুর নাম নেই। যদিও ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং, প্যারালিম্পিকে হাইজাম্পে সোনাজয়ী প্রবীণ কুমারের নাম রয়েছে।

আরও পড়ুন-পিচ বিতর্কে সাফাই কিউরেটরের, বক্সিং ডে টেস্ট

এই প্রসঙ্গে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের দাবি, মনু নাকি খেলরত্ন পুরস্কারের জন্য আবেদনই করেননি। পাল্টা মনুর বাবা রামকৃষ্ণ ভাকেরের দাবি, তাঁরা আবেদন করেছিলেন। কিন্তু কমিটির পক্ষ থেকে কোনও উত্তর আসেনি। জোড়া অলিম্পিক পদকজয়ী শুটারের বাবার আক্ষেপ, ‘‘এভাবে কি ক্রীড়াবিদদের উৎসাহ দেওয়া সম্ভব? অভিভাবকরা কেন সন্তানদের খেলাধুলো করার জন্য উৎসাহ দেবে? এর থেকে বরং সরকারি আধিকারিক হওয়ার জন্য সন্তানদের উৎসাহ দেওয়া হবে।’’
গত অক্টোবর মাসে মনু সোশ্যাল মিডিয়াতে লিখেছিলেন, ‘‘আমি কি খেলরত্ন পুরস্কারের দাবিদার?’’ এই নিয়ে ট্রোলড হওয়ার পর তিনি অবশ্য সেই পোস্ট ডিলিট করে দেন। এই প্রসঙ্গে উঠে আসছে, মহম্মদ শামির অর্জুন পুরস্কার পাওয়ার ঘটনাও। চলতি বছরেই তিনি আবেদন না করেও অর্জুন পুরস্কার পেয়েছিলেন। সেক্ষেত্রে বিসিসিআই বাড়তি উদ্যোগ নিয়ে তাঁর নাম কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের কাছে সুপারিশ করেছিল। মনুর ক্ষেত্রে কি একই ভূমিকা পালন করবে সর্বভারতীয় শুটিং ফেডারেশন!

Latest article