লন্ডন, ১৭ মে : প্রিমিয়ার লিগে হেরেই চলেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। এবার অ্যাওয়ে ম্যাচে চেলসির কাছে ০-১ গোলে হেরেছেন ব্রুনো ফার্নান্ডেজরা। ইউরোপা লিগ ফাইনালের আগে যা রুবেন আমোরিমের দলের কাছে বড় ধাক্কা। শুধু তাই নয়, চলতি লিগে ৩৭তম ম্যাচে ম্যান ইউয়ের এটি ১৮ নম্বর হার! মাত্র ৩৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১৬তম স্থানে নেমে গেল ম্যান ইউ। মজার কথা, ইউরোপা লিগে ম্যান ইউ যাদের মুখোমুখি হবে, সেই টটেনহ্যাম হটস্পারও একই দিনে ০-২ গোলে হেরেছে অ্যাস্টন ভিলার কাছে। ৩৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে লিগের ১৭ নম্বরে নেমে গিয়েছে টটেনহ্যাম। আগামী সপ্তাহেই ইউরোপা কাপের ফাইনালে পরস্পরের মুখোমুখি হবে ম্যান ইউ ও টটেনহ্যাম। প্রিমিয়ার লিগের দুঃস্বপ্ন কাটিয়ে সাফল্যে ফিরতে মরিয়া হবে দুই দলই।
আরও পড়ুন-বিকাশ ভবনে আটকে থাকা দুই মহিলা কর্মীর বিস্ফোরক পোস্ট
চেলসির বিরুদ্ধে শুরু থেকেই এলোমেলো ফুটবল খেলেছে ম্যান ইউ। প্রথমার্ধের শেষ ম্যাচের ফল ছিল গোলশূন্য। বিরতির পর ম্যাচের ৭১ মিনিটে চেলসির হয়ে জয়সূচক গোলটি করেন স্প্যানিশ লেফট ব্যাক মার্ক কুকুলেরা। ম্যাচের বাকি সময় অনেক চেষ্টা করেও আর সেই গোল শোধ করতে পারেনি ম্যান ইউ। ম্যাচের পর হতাশ ম্যান ইউ কোচ আমোরিমো বলেছেন, ‘‘আমি খুবই হতাশ। তবে এই ম্যাচের পর ইউরোপা লিগ ফাইনালে প্রথম এগারো বেছে নিতে সুবিধা হল।’’