অনলাইন পোর্টালে আবেদনের বন্যা

Must read

প্রতিবেদন: শুরুর দিকে কিছু সমস্যা হলেও পোর্টাল (Portal) একটু সরগর হতেই বন্যা বইছে আবেদনের। স্নাতক স্তরে অনলাইন পোর্টালে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে মাত্র তিন দিন হল। এরমধ্যেই বিপুল সাড়া। বুধবার রাত ৯ টা পর্যন্ত প্রায় ১৩লক্ষ ৭৭হাজার ২২৫টা অ্যাপ্লিকেশন জমা পড়েছে। ২লাখ ৯৩হাজার ৫৮৮ জন ছাত্রছাত্রী রেজিস্টার করেছেন। এদিকে পোর্টালে লগ ইন করতে কোনও সমস্যা হলে সেক্ষেত্রে হেল্পলাইন নম্বর এবং ই-মেল আইডি চালু করার পর এবার তৈরি করা হয়েছে একটি হোয়াটসঅ্যাপ চ্যাট বক্স । যেখানে নিজের সমস্যার কথা জানালে সঙ্গে সঙ্গে উত্তর পাচ্ছে আবেদনকারীরা। সেই হোয়াটস অ্যাপের নম্বর হল ৮৯৬৭০৯০০৯৬। প্রথমে এই নম্বরে ‘হাই’ লিখতে হবে। তারপরে নিজের সমস্যার কথা তুলে ধরবেন আবেদনকারীরা। সোমবার থেকে শুরু হয়েছে স্নাতক স্তরে অনলাইন পোর্টালে ভর্তির প্রক্রিয়া। প্রথম পর্যায়ের এই ভর্তি প্রক্রিয়া চলবে ৭ জুলাই পর্যন্ত। দেশের মধ্যে সর্বপ্রথম পশ্চিমবঙ্গে গড়ে উঠেছে এই ধরনের পোর্টাল। রবিবার রাত বারোটার পর থেকেই অনলাইনের এই ভর্তির পোর্টাল খুলে দেওয়া হয় পড়ুয়াদের আবেদনের জন্য। দেখা যায়, পোর্টাল (Portal) খোলার প্রথম ১২ ঘণ্টার মধ্যেই অর্থাৎ সোমবার বেলা বারোটা পর্যন্ত আবেদন জমা পড়েছিল ১০ হাজারের বেশি। অর্থাৎ স্নাতক স্তরে ছাত্র ভর্তি পোর্টাল খুলতেই বিপুল সাড়া মিলল। প্রথম দফার মেধা তালিকা প্রকাশ করা হবে ১২ জুলাই। ভর্তি প্রক্রিয়া শেষ হবে ১৮ জুলাইয়ের মধ্যে। তারপর আসন অনুযায়ী ফের দ্বিতীয় দফার ভর্তি প্রক্রিয়া শুরু হবে। ভর্তি সংক্রান্ত কোনো রকম সমস্যা হলে টোল ফ্রি নম্বর ১৮০০১০২৮০১৪- এ ফোন করে যাবতীয় সংশয় মেটানো যাবে।

আরও পড়ুন- রেলের বেআইনি উচ্ছেদ রুখলেন যুবনেতা কৈলাস

Latest article