তেজস কিনতে আগ্রহী একাধিক দেশ

পাশাপাশি, শত্রুপক্ষের নজরের বাইরে থাকা অবস্থাতেও নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে ক্ষেপণাস্ত্র ছুঁড়তে পারে ভারতীয় এই যুদ্ধবিমান।

Must read

প্রতিবেদন : ভারতীয় যুদ্ধবিমান তেজস কিনতে নাকি আগ্রহী আমেরিকা, অস্ট্রেলিয়া-সহ বিভিন্ন দেশ! বিজ্ঞপ্তি প্রকাশ করে একথাই জানিয়েছে এদেশের প্রতিরক্ষা মন্ত্রক। ইতিমধ্যেই মালয়েশিয়াকে দেশীয় প্রযুক্তিতে তৈরি ১৮টি যুদ্ধবিমান বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র। তবে শুধু মালয়েশিয়াই নয়, ভারতের তৈরি ফাইটার জেট কিনতে চায় আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মিশর, আমেরিকা, ইন্দোনেশিয়া ও ফিলিপিন্সের মতো দেশও। বলা হচ্ছে, এতদিন প্রতিরক্ষা সরঞ্জামের ক্ষেত্রে বড় রকমের বিদেশ নির্ভরতা ছিল।

আরও পড়ুন-রহস্যমৃত্যু হল প্রতিরক্ষা মন্ত্রকের সহকারী প্রধানের

কিন্তু সম্প্রতি এই প্রবণতা কাটিয়ে উঠেছে ভারত। ২০২৩ সালের মধ্যে এই যুদ্ধবিমানগুলি তৈরি হয়ে যাবে বলে আশা মন্ত্রকের। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত বছর মালয়েশিয়া বায়ুসেনার ১৮টি তেজস বিমান কেনার প্রতি আগ্রহ দেখিয়েছিল। আর তারপরই ভারত ১৮ যুদ্ধবিমান মালয়েশিয়াকে বিক্রি করার সিদ্ধান্ত নেয়। ভারতের তৈরি হালকা ওজনের তেজস যুদ্ধবিমান মালয়েশিয়ার খুব পছন্দ হয়েছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে বায়ুসেনার আধুনিকীকরণ করতে চাইছে মালয়েশিয়া। আর সেই কারণেই এমন সিদ্ধান্ত। তেজস যুদ্ধবিমান অত্যন্ত হালকা ওজনের হয় এবং উচ্চ শক্তিশালী ক্ষেপণাস্ত্র বয়ে নিয়ে যেতে সক্ষম।

আরও পড়ুন-তাইওয়ানে ত্রিফলা হামলার প্রস্তুতি চিনের

পাশাপাশি, শত্রুপক্ষের নজরের বাইরে থাকা অবস্থাতেও নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে ক্ষেপণাস্ত্র ছুঁড়তে পারে ভারতীয় এই যুদ্ধবিমান। প্রয়োজনে বিপক্ষের যুদ্ধবিমানকেও ধ্বংস করতে পারে তেজস। গত বছরই ভারত সরকার হ্যাল-এর সঙ্গে ৮৩টি তেজস বিমান তৈরি করার জন্য ৬ বিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তি করেছে। আর তারপরই জোরকদমে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।

Latest article