বউবাজারের বহু বাড়ি হেলে পড়েছে

সকালে ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় ও কাউন্সিলর বিশ্বরূপ দে। আপাতত ১৬/১ নম্বর বাড়িটি ভাঙার কাজ চলছে।

Must read

প্রতিবেদন : বউবাজার লাগোয়া দুর্গা পিতুরি লেনের ক্ষতিগ্রস্ত বাড়িগুলির সর্বশেষ পরিস্থিতি দেখতে মঙ্গলবার ঘটনাস্থলে গেলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা। হিমাদ্রি গুহর নেতৃত্বে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ দল এদিন সমীক্ষার কাজ শুরু করেন। ওই রাস্তার ১৫, ১৬ এবং ১৯ নম্বর এই তিনটি বাড়িকে কেন্দ্র করে সমীক্ষা চালানো হবে। সমীক্ষার পর এক সপ্তাহের মধ্যে কলকাতা পুরসভার হাতে এর প্রাথমিক রিপোর্ট তুলে দেওয়া হবে। এরপরও চলবে সমীক্ষার বাকি কাজ। সোমবার বিকেল থেকে শুরু হয়েছে বাড়ি ভাঙার কাজ। সেই কাজ চলছে পুরোদমে।

আরও পড়ুন-নতুন সিনেমা হল পেতে চলেছে শহর

সকালে ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় ও কাউন্সিলর বিশ্বরূপ দে। আপাতত ১৬/১ নম্বর বাড়িটি ভাঙার কাজ চলছে। বিশেষজ্ঞ দলের প্রধান হিমাদ্রি গুহ বলেন, আজ থেকে সার্ভের কাজ শুরু হল। ১৫, ১৬ ও ১৯ নম্বরের তিনটি বাড়িতে আমরা সার্ভে করেছি। এখানে বাড়িগুলিতে ফাটলের কারণ, মাটির নিচ থেকে জল উঠেছে। আর জল ওঠার ফলে মাটি বসে গিয়েছে। তার জেরেই বাড়ি হেলে গিয়েছে। তবে সেটা পুরোটা নয়। এর পিছনে আরও কারণ রয়েছে। প্রায় হাফ থেকে এক ইঞ্চি করে হেলে গিয়েছে বাড়িগুলি। পুরসভাকে এক সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে হবে। পাঁচজনের টিম কাজ করছে। বুধবারও এই কাজ চলবে। এদিনও পরিত্যক্ত বাড়িগুলির বাসিন্দারা এলাকায় আসেন। নিজেদের অবশিষ্ট জিনিসপত্র উদ্ধার করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। সব উদ্ধার করা না গেলেও যতটা সম্ভব তাঁরা বের করার চেষ্টা করেন। তবে ১৬ নম্বর বাড়িটি ভাঙার কথা থাকলেও বাড়ির মালিকের অনুমতি না মেলায় সেটা ভাঙার কাজে হাত দেওয়া যায়নি।

Latest article