হায়দরাবাদের জুবিলি হিল্‌সে হোটেলে বিস্ফোরণের ঘটনায় আহত বহু

প্রাথমিক তদন্তের পর পুলিশ মনে করছে হোটেলের রেফ্রিজারেটরের কম্প্রেসার বিস্ফোরণ হয়েছে। কিন্তু সমস্যা হল হোটেলের পাশে রয়েছে জনবসতি।

Must read

আজ রবিবার সকালে, হায়দরাবাদের (Hyderabad) জুবিলি হিল্‌সে একটি হোটেলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হঠাৎ এভাবে এই বিস্ফোরণের ফলে বেশ কয়েক জন আহত হয়েছেন। বিস্ফোরণের মাত্রা এতটাই বেশি ছিল যে, নিমেষের মধ্যে হোটেলের পাঁচিল ভেঙে পড়ে। পাঁচিল থেকে ইট এবং পাথর ২০ মিটার দূরে গিয়ে পড়ে। হোটেল সংলগ্ন ছ’টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াড এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা দল।

আরও পড়ুন-সরকারি অফিসার হিসাবে পরিচয় দিয়ে অশ্লীল ভিডিয়ো বানিয়ে ব্ল্যাকমেলের ঘটনায় পুলিশের জালে ১

প্রাথমিক তদন্তের পর পুলিশ মনে করছে হোটেলের রেফ্রিজারেটরের কম্প্রেসার বিস্ফোরণ হয়েছে। কিন্তু সমস্যা হল হোটেলের পাশে রয়েছে জনবসতি। স্বাভাবিকভাবেই অকস্মাৎ এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের ভিতর। লোকজন ঘর ছেড়ে বেরিয়ে আসেন। খবর পেয়ে, ডেপুটি পুলিশ কমিশনার বিজয় কুমার এবং অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার বেঙ্কটগিরি-সহ পুলিশের শীর্ষকর্তারা সেখানে উপস্থিত হন। ঘটনাস্থল ঘুরে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তারা সুরাহা করার চেষ্টা করেন।

আরও পড়ুন-গেরুয়া রাজ্যে সিঙারা খেয়ে ভয়ঙ্কর পরিণতি শিশুর

স্থানীয় সূত্রে খবর, হঠাৎই জোরালো একটি আওয়াজ হয়। নিমেষেই ইট, পাথর ছিটকে বাড়ির দিকে আসতে শুরু করে। হোটেলের কাছেই সেখানে অনেক বাড়ি। বিস্ফোরণের ফলে কম্পন বেশ জোরালো হয়। সেগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে রেফ্রিজারেটরের কম্প্রেসারের কারণে বিস্ফোরণ, না কি অন্য কোনও কারণ সেটা খতিয়ে দেখছে পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

 

Latest article