সংবাদদাতা, বারাসত : গাইঘাটায় ফের ভাঙন বিজেপিতে (BJP)। তিন বিজেপি পঞ্চায়েত সদস্যা যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। উত্তর ২৪ পরগনার গাইঘাটা ধর্মপুর-২ গ্রাম পঞ্চায়েতের তিন বিজেপি সদস্য যোগদান করলেন তৃণমূলে। গতকাল প্রধান নীলাদ্রি ঢালি-সহ ৩ বিজেপি সদস্য যোগদানের পর ধরমপুর গ্রাম পঞ্চায়েতের দখল চলে আসে তৃণমূলের হাতে। আরও তিন বিজেপি সদস্য শনিবার আবার তৃণমূলে যোগ দেওয়ায় আরও শক্তিশালী হল তৃণমূল। ১৬ সদস্যের পঞ্চায়েতে ১৩ জন সদস্যই এখন তৃণমূলে। ফলে বেকায়দায় বিজেপি। গত শুক্রবার বিজেপির তিন সদস্য-সহ এক নির্দল সদস্য বনগাঁ সাংগঠনিক জেলা কার্যালয়ে গিয়ে তৃণমূলে যোগদান করেন। ওই চার সদস্যের তৃণমূলে যোগদানের পরই ধর্মপুর ২ গ্রাম পঞ্চায়েত চলে যায় তৃণমূলের হাতে। জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি গোপাল শেঠ বলেন, ‘বিজেপির পঞ্চায়েত সদস্য থাকাকালীন এঁরা কাজ করতে পারছিলেন না। বিজেপি (BJP) এই পঞ্চায়েত সদস্যদের কোনও দিশা দেখাতে না পারায় তাঁরা বিজেপি ছেড়ে তৃণমূলে আসার সিদ্ধান্ত নেন। এবং গতকাল ও আজ মোট সাতজন সদস্য তৃণমূলে যোগদান করেন, আমরা তাঁদের সাদরে গ্রহণ করলাম।’
আরও পড়ুন: অটোয় দেখা যাবে ফরাসি সিনেমা