শুরু হয়ে গেল রেলের ষড়যন্ত্র

Must read

প্রতিবেদন : রবিবার ঐতিহাসিক শহিদ তর্পণ তৃণমূলের। এই জনসভায় মানুষের ঢল থাকে চোখে পড়ার মতো। এবারের সভায় হতে চলেছে আরও রেকর্ড সংখ্যক ভিড়। সেই আন্দাজ পেয়েই শুরু হয়ে গেল কেন্দ্রের নোংরা খেলা। সপ্তাহশেষে শনি ও রবিবার বাতিল করা হল একাধিক লোকাল (Local Trains) ও দূরপাল্লার ট্রেন। ইতিমধ্যেই ধীরে ধীরে জেলা থেকে আসতে শুরু করেছেন কর্মী-সমর্থকরা। এদের মধ্যে বেশিরভাগই আসেন ট্রেনে করে। কিন্তু লাইন মেরামতি ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য একাধিক লোকাল ও দূরপাল্লার ট্রেন বাতিল করা হচ্ছে বলে পূর্ব রেলের তরফে জানানো হলেও তৃণমূলের সভায় প্রতিবন্ধকতা তৈরি করতেই এই চক্রান্ত তা স্পষ্ট। কিন্তু ট্রেন বাতিল করেও যে আখেরে কোনও লাভ হবে না তা প্রমাণ হয়ে যাবে রবিবারের সভাতেই।

আরও পড়ুন- নির্যাতিতার অভিযোগের মান্যতা, খতিয়ে দেখার নির্দেশ সুপ্রিম কোর্টের

বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, শনিবার আপ-ডাউন মিলিয়ে এক জোড়া নৈহাটি-ব্যান্ডেল, এক জোড়া শিয়ালদহ-শান্তিপুর, এক জোড়া শিয়ালদহ-রানাঘাট, এক জোড়া কল্যাণী সীমান্ত-নৈহাটি লোকাল বাতিল করা হয়েছে। আপ-ডাউন মিলিয়ে চার জোড়া নৈহাটি-ব্যান্ডেল, দু’জোড়া শিয়ালদহ-কৃষ্ণনগর, দু’জোড়া শিয়ালদহ-শান্তিপুর, এক জোড়া শিয়ালদহ-রানাঘাট লোকাল (Local Trains) বাতিল করা হয়েছে রবিবার। এছাড়াও রবিবার দু’জোড়া শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকাল, এক জোড়া রানাঘাট-নৈহাটি লোকাল এবং একটি নৈহাটি-কল্যাণী সীমান্ত লোকাল বাতিল হয়েছে। বাতিলের পাশাপাশি যাত্রাপথেও পরিবর্তন করা হয়েছে। পূর্ব রেল জানিয়েছে, রবিবার বালিয়া-শিয়ালদহ এক্সপ্রেস, যোগবাণী-কলকাতা এক্সপ্রেস, গোরক্ষপুর-কলকাতা পূর্বাঞ্চল এক্সপ্রেস, মালদা টাউন-শিয়ালদহ গৌড় এক্সপ্রেস, জয়নগর-শিয়ালদহ গঙ্গাসাগর এক্সপ্রেস নৈহাটির পরিবর্তে ডানকুনি হয়ে যাবে।

Latest article