প্রতিবেদন : সরকারি অফিসারদের অনেকেই ডাকাত। প্রকাশ্যেই এই মন্তব্য করে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন নরেন্দ্র মোদি মন্ত্রিসভার আদিবাসী ও জলশক্তি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী বীরেশ্বর টুডু। কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্যের একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা গিয়েছে, একটি সরকারি অনুষ্ঠানে বীরেশ্বর বলছেন, একজন মুরগি চুরি করলে পুলিশ তাকে গ্রেফতার করে। অথচ খনি মাফিয়াদের সঙ্গে যুক্ত অফিসারদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয় না।
আরও পড়ুন-অন্ধকার ঘরে ইঁদুর, আরশোলার সঙ্গেই রাশিয়ায় বন্দি ছিল ইউক্রেনের ৩১টি শিশু
বীরেশ্বর ওড়িশার ময়ূরভঞ্জ কেন্দ্রের সাংসদ। ওই ভিডিওতে মন্ত্রীকে বলতে শোনা গিয়েছে, সরকারি অফিসারদের নিয়োগ করে থাকে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। তারা যাদের বাছাই করে তাঁরা নিশ্চিতভাবে যোগ্য। কিন্তু সবাই না হলেও অফিসারদের অনেকেই প্রায় ডাকাত। ইতিমধ্যেই মন্ত্রীর ওই বক্তব্যের ভিডিওটি নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। বীরেশ্বর বা তাঁর অফিস থেকে এ বিষয়ে আর কিছু জানানো হয়নি। এমনকী, এই খবর নিয়ে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ প্রেস ইনফর্মেশন ব্যুরো বা পিআইবিও কোনও মন্তব্য করেনি।