সংবাদদাতা, জলপাইগুড়ি : বঞ্চনা। ভাঁওতা। আর তারই প্রতিবাদে দলে দলে বিজেপি (BJP) ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন ৩০ চা-শ্রমিক পরিবার। মালবাজারে মন্ত্রী বুলুচিক বরাইক যোগদানকারীদের হাতে তুলে দেন তৃণমূল কংগ্রেসের পতাকা। এদিনের এই যোগদান সভায় প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যায়।
আরও পড়ুন-মহিলা চেয়ারম্যান
যোগদান শেষে মন্ত্রী-বুলু চিক বড়াইক বলেন, “আজকে বিজেপি থেকে ৩০টিরও বেশি পরিবার আমাদের দলে এসেছেন আগামী দিনে আরও অনেকে যোগাযোগ করেছেন তৃণমূল কংগ্রেসে আসবেন বলে। তৃণমূল সরকার বরাবর চা শ্রমিকদের কথা ভাবেন তাই চা শ্রমিকরাও আমাদের পাশে থাকেন সবসময়। বিজেপি থেকে তৃণমূলে এসে উজ্জ্বল ওরাঁও বলেন, চা শ্রমিকদের মজুরি সমস্যা থেকে শুরু করে বোনাস সমস্যা সমস্ত কিছুই তো মিটছে রাজ্য সরকারের উদ্যোগে। যেকোনও সমস্যায় পড়লে আমরা রাতের বেলাতেও সাহায্য পাই তৃণমূলের নেতা-মন্ত্রীদের কাছ থেকে তাহলে কেন শুধু শুধু বিজেপিতে থাকবো। তাই আজ আমরা এতগুলো পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম।