সংবাদদাতা, রায়গঞ্জ : প্রতিদিন তাসের ঘরের মতো ভাঙছে বিরোধী শিবির। শক্ত হচ্ছে তৃণমূল কংগ্রেসের হাত। বছরের শুরুতেই কংগ্রেসে বিরাট ভাঙন। একাধিক অভিযোগ তুলে দল ছাড়লেন উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখরের কংগ্রেস জেলা পরিষদের সদস্য। হাতে তুলে নিলেন তৃণমূল কংগ্রেসের পতাকা। বুধবার শামস তামেজের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন মন্ত্রী গোলাম রব্বানি।
আরও পড়ুন-শীত, কালিম্পংকে টেক্কা পুরুলিয়ার
উল্লেখ্য, উত্তর দিনাজপুর জেলার মোট সদস্য সংখ্যা ২৬। তার মধ্যে তিনটিতে জিতেছিল কংগ্রেস। আর ২৩টিতে জিতে সংখ্যাগরিষ্ঠতায় আছে তৃণমূল কংগ্রেস। এদিন প্রতিষ্ঠা দিবসে পাঞ্জিপাড়ার দলীয় কার্যালয়ে আয়োজিত কর্মসূচিতেই যোগদান করেন কংগ্রেস সদস্য। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রী গোলাম রব্বানি, জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, জেলা পরিষদের সহসভাপতি গোলাম রসুল-সহ অন্যরা। তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিয়ে যোগদানকারী বলেন, কংগ্রেসে সমন্বয়ের অভাব। উন্নয়নের কোনও চিন্তাভাবনা নেই। একমাত্র তৃণমূল কংগ্রেসে থেকেই উন্নয়ন করা সম্ভব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে উন্নয়নযজ্ঞে শামিল হতেই যোগদান।