ফের বিজেপিতে ধস তৃণমূলে যোগদান

Must read

সংবাদদাতা, বনগাঁ : ছাব্বিশের আগে বিজেপির শক্ত ঘাঁটি বনগাঁয় ধস। দল ছেড়ে তৃণমূলের (TMC) শ্রমিক সংগঠন আইএনটিটিইউসিতে যোগ দিলেন জনা পঞ্চাশেক কর্মী ও শ্রমিক। বনগাঁর আইএনটিটিইউসি নেতা নারায়ণ ঘোষের হাত ধরে শনিবার তাঁরা তৃণমূলে যোগ দিলেন। এদিন বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি-র মুখ্য কার্যালয়ে জেলা সভাপতি নারায়ণ ঘোষের হাত ধরে বিজেপি ছেড়ে প্রায় জনা পঞ্চাশ শ্রমিক তৃণমূলের শ্রমিক সংগঠনে যোগদান করলেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন নারায়ণ ঘোষ। তিনি বলেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বোপরি আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যোগ্য নেতৃত্বে রাজ্যের উন্নয়ন ও শ্রমিকদের জীবন এখানে সুরক্ষিত। তাই তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখেই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে (TMC) যোগদান করলেন।

আরও পড়ুন- গলসি থেকে পুলিশের জালে অনুপ্রবেশকারী

Latest article