নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : সারা দেশে জাতীয় সড়ক প্রকল্পে কাজের অগ্রগতি সন্তোষজনক নয় তা মেনে নিল কেন্দ্রীয় সরকারই। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিখিত প্রশ্নের জবাবে এই বিষয়টি উঠে এল। জাতীয় সড়ক প্রকল্পগুলির অগ্রগতি নিয়ে জানতে চেয়েছিলেন অভিষেক। প্রশ্নের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ি মেনে নেন ২০২২ সালের ৩০ নভেম্বর পর্যন্ত দেশের মোট ২ হাজার ৪৭১টি প্রকল্পের মধ্যে এখনও পর্যন্ত ৭১৯টি প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের থেকে পিছিয়ে রয়েছে।
আরও পড়ুন-কমতে চলেছে বেশকিছু ওষুধের দাম
তৃণমূল সাংসদের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী যুক্তি দেন, বিভিন্ন রাজ্যে অতিরিক্ত বৃষ্টি, কয়েকটি রাজ্যে গড় পরিমাণের চেয়ে বেশি বৃষ্টি, করোনা অতিমারি, নির্মাণের কাঁচামাল বিশেষত ইস্পাতের মূল্যবৃদ্ধি এই বিলম্বের জন্য দায়ী। গড়কড়ি যুক্তি দেন, এর পাশাপাশি জমি অধিগ্রহণ, উচ্ছেদ সমস্যা, আইন-শৃঙ্খলা, ঠিকাদার সংস্থার অর্থের ঘাটতি-সহ একাধিক কারণে চলতি প্রকল্পগুলির কাজ নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে হচ্ছে। তৃণমূল সাংসদ জানতে চেয়েছিলেন, প্রকল্প বিলম্বিত হওয়ায় অতিরিক্ত ব্যয় হচ্ছে কি না? তার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, কাজে দেরি হলেও অতিরিক্ত কোনও অর্থ প্রয়োজন হয়নি।