সংবাদদাতা, রায়গঞ্জ : একই দিনে উত্তর দিনাজপুর (North dinajpur) জেলায় একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন হল। বৃহস্পতিবার প্রকল্পগুলির উদ্বোধন করেন মন্ত্রী উদয়ন গুহ। এদিন প্রথমেই রায়গঞ্জের নতুন পৌর বাসস্ট্যান্ডের শিলান্যাস কর্মসূচিতে যোগ দেন তিনি। ছিলেন জেলাশাসক সুরেন্দ্রকুমার মিনা, বিধায়ক কৃষ্ণ কল্যাণী, রায়গঞ্জ পুলিশ জেলার সুপার সানা আক্তার, মহকুমা শাসক কিংশুক মাইতি, পুরপ্রশাসক সন্দীপ বিশ্বাস, উপ পুরপ্রশাসক অরিন্দম সরকার প্রমুখ। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের ২ কোটি ৯৮ লক্ষ টাকা, বিধায়ক তহবিলের ৪০ লক্ষ টাকা এবং সুডোর থেকে ৩৫ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে এই বাস স্ট্যান্ড নির্মাণে। এখানেই রায়গঞ্জে যানজট সমস্যা নিয়ে বলতে গিয়ে রেলের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, রাজ্য সরকারের পক্ষ থেকে যতটা সম্ভব মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা চলছে। রেলের পক্ষ থেকে অসহযোগিতায় রায়গঞ্জে ওভার ব্রিজ করা যায়নি। পাঁচ বছর পরপর শিলান্যাসের ধুলো পরিষ্কার করেন সাংসদরা। কিন্তু রাজ্য সরকার শিলান্যাসে বিশ্বাসী নয়। তারা কাজের সূচনা করে এবং কাজ শেষও করে সময়মতো। নতুন বাস স্ট্যান্ডের কাজও খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। মুখ্যমন্ত্রীর নির্দেশে ৩১ ডিসেম্বরের মধ্যে এই অর্থবর্ষের সমস্ত কাজ শুরু করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেইমতো কাজ চলছে সমস্ত রাজ্য সরকারি দফতরে। কেন্দ্র সরকার যে কাজ করতে পারছে না তার দায় চাপিয়ে দিচ্ছে রাজ্য সরকারের উপর। এভাবেই ভোট বৈতরণী পার করতে চাইছে তারা। উন্নয়ন প্রসঙ্গে এদিন মন্ত্রী বলেন উত্তর দিনাজপুর জেলায় এই আর্থিক বর্ষে ৭৩টি প্রকল্পে বরাদ্দ হয়েছে ৯৮ কোটি ৭২ লক্ষ টাকা। ২০২৫-২৬ অর্থবর্ষে রায়গঞ্জের জন্য ১২টি প্রকল্প। যার জন্য বরাদ্দ রয়েছে ১৭ কোটি ৩৭ লক্ষ টাকা। ইতিমধ্যেই গত তিন বছরে রাজ্য সরকারের তরফে ২১টি প্রকল্পে রায়গঞ্জে খরচ হয়েছে ৩৪ কোটি ৭৭ লক্ষ টাকা। এদিন অনুপ্রবেশ প্রসঙ্গে কেন্দ্র সরকারের বিরোধিতায় সরব হন মন্ত্রী উদয়ন গুহ।
আরও পড়ুন- ধান উৎপাদনে সর্বকালীন রেকর্ড, শীর্ষস্থান ধরে রাখল বাংলা