বিশ্বজিৎ দেব || আইনজীবী
সরবেড়িয়ায় ইডির তল্লাশি(ED Raid) নিয়ে কিছু প্রশ্ন উঠেছে৷ যাঁরা গেল গেল রব তুলছেন তাঁদের কাছে বিনীত কয়েকটি প্রশ্ন৷ পারলে উত্তর দিন৷
এক, এজেন্সি বা ভিন রাজ্যের পুলিশ যদি কাউকে গ্রেফতার করতে যায় নিয়ম হচ্ছে, স্থানীয় পুলিশ সুপারকে জানানো৷ অথবা মুখ্যসচিব, ডিজি কিংবা স্বরাষ্ট্রসচিবকে জানানো যেতে পারে৷ এক্ষেত্রে জানানো হয়েছিল?
দুই, কেন জানানো হয়? কারণ, এলাকার টপোগ্রাফি সম্বন্ধে বাইরের রাজ্যের অফিসারদের ধারণা থাকে না৷
পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায় তার জন্য স্থানীয় পুলিশকে জানানো বাধ্যতামূলক৷ এক্ষেত্রে কি জানানো হয়েছিল?
তিন, কেন জানানো হয়নি? জানানো যদি না হয়ে থাকে তার অর্থ কী হতে পারে? এক্ষেত্রে কেন্দ্রীয় এজেন্সির বিগত কয়েক বছরের যা ভূমিকা তাতে স্পষ্ট হয়, রাজ্য সরকারকে কালিমালিপ্ত করার সম্ভাবনাই প্রবল হয়ে উঠেছে৷
চার, কেন কালিমালিপ্তর কথা বলা হচ্ছে? কারণ, গদ্দার অধিকারী প্রকাশ্য সভায় বুক ঠুকে বলেছিলেন, দেখে নেবেন আমি কী করি৷ এটাই কি সেই দেখে দেওয়ার ফসল? এর আগেও গদ্দার যে নাম প্রকাশ্যে বলেছে, সেই ব্যক্তির বাড়িতে পোষা বিড়ালের মতো এজেন্সির অফিসাররা গিয়ে হাজির হয়েছেন৷ ফলে এই ধারণার যথার্থতা অস্বীকার করবে কে?
পাঁচ, এজেন্সি নানা চক্রান্ত করে এর আগেও রাজ্যের মন্ত্রী, বিধায়ক, নেতাকে গ্রেফতার করেছে৷ কোথাও তো এমন ঘটনা ঘটেনি৷ তাহলে এখানে কেন? প্ররোচনা ছিল বিজেপির৷ আর তার মুখোশ হয়ে এজেন্সি কর্তারা তল্লাশিতে (ED Raid) গিয়েছেন৷ এই যুক্তি কি অস্বীকার করা যায়?
ছয়, রাজ্যের উচিত ঘটনার আসল সত্যতা প্রকাশের জন্য তদন্ত করা৷
সাত, ইডি অফিসারদের উপর আক্রমণের অভিযোগ৷ যেহেতু তৃণমূল নেতার বাড়িতে যাওয়া হয়েছিল, যাঁরা প্রতিরোধ করেছিলেন তাঁদের তৃণমূল বানিয়ে দেওয়া হল৷ তাঁদের হাতে কি দলের পতাকা ছিল? এই কারণেই তো প্রশ্ন উঠেছে, এলাকার টপোগ্রাফি না জেনে কেন ঘটনাস্থলে যাওয়া হয়েছিল? স্থানীয় পুলিশ-প্রশাসনকে কেন জানানো হয়নি৷ চক্রান্তটা ক্রমশ পরিষ্কার হচ্ছে৷
আট, তৃণমূল নেতার বাড়ি তালাবন্ধ ছিল৷ সেই তালা ইডি অফিসাররা কেন ভাঙলেন? কোর্ট অর্ডার ছিল? যদি না থেকে থাকে তাহলে ফের সমন পাঠানো যেত৷ অথবা যেটা করা যেত, গেট সিল করে দিয়ে নোটিশ জারি করা৷ ইডি কতবার ডেকেছে এই নেতাকে? কতবার আবেদনে সাড়া দেয়নি? অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও চক্রান্ত চলছে৷ তিনিও তো বারবার তিনবার নোটিশ উপেক্ষা করেছেন৷ তাঁর বেলায় এক সিদ্ধান্ত, আর তৃণমূল নেতার বেলায় আর একরকম? চক্রান্তটা ক্রমশ স্পষ্ট হচ্ছে৷
যাঁরা প্রশ্ন তুলছেন, তাঁদেরকে বলব, পারলে জবাব দিন৷ নইলে গল্পের গরু গাছে তোলার অভ্যাসটা ছাড়ুন৷
আরও পড়ুন- রামমন্দিরের প্রতিশ্রুতি পূরণ কিন্তু বেকারের চাকরির প্রতিশ্রুতি?