সিধু খুনে বহু প্রশ্ন, ধৃত ১ সন্দেহভাজন

পুলিশ জানিয়েছে, ধৃতদের পাঞ্জাব নিয়ে যাওয়া হচ্ছে। দেরাদুন থেকে গ্রেফতার হওয়া পাঁচ সন্দেহভাজন লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে অনুমান।

Must read

প্রতিবেদন : শনিবার পাঞ্জাবের আম আদমি পার্টির সরকার ৪২৪ জন ব্যক্তির উপর থেকে নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছিল। ওই সিদ্ধান্তের ২৪ ঘণ্টার মধ্যেই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের গুলিতে খুন হন জনপ্রিয় পাঞ্জাবি সংগীতশিল্পী সিধু মুসওয়ালা। সিধুর খুনের তদন্তে সিট গঠন করে পাঞ্জাব পুলিশ। এরই মধ্যে সিধু খুনে সন্দেহভাজন মূল অভিযুক্তকে উত্তরাখণ্ড থেকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন-দিল্লির স্বাস্থ্যমন্ত্রীকে ধরল ইডি

প্রাথমিক তদন্তের পর তদন্তকারীদের অনুমান, নিরাপত্তারক্ষী এবং বুলেটপ্রুফ গাড়ি ছাড়া পথে বের হওয়ার কারণেই সিধুকে প্রাণ দিতে হয়েছে। ১০ জন আততায়ী সিধুর উপর ৩০টিরও বেশি গুলি চালিয়েছিল। কিন্তু তার পরেও সিধুর মৃত্যু হয়েছে কি না তা জানতে তাঁর দেহটি পরীক্ষা করে দেখেছিল দুষ্কৃতীরা। সম্ভবত এএন-৯৪ রাশিয়ান অ্যাসল্ট রাইফেল থেকে গুলি চালানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার হয়। সোমবার পুলিশ জানিয়েছে, হেমকুণ্ড সাহিব যাত্রার তীর্থযাত্রীদের মধ্যে লুকিয়ে ছিল সন্দেহভাজন আততায়ী। মূল অভিযুক্ত ছাড়াও এই খুনের ঘটনায় উত্তরাখণ্ডের দেরাদুন থেকে আরও পাঁচ সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন-নেপাল : উদ্ধার ২১টি পোড়া দেহ

পুলিশ জানিয়েছে, ধৃতদের পাঞ্জাব নিয়ে যাওয়া হচ্ছে। দেরাদুন থেকে গ্রেফতার হওয়া পাঁচ সন্দেহভাজন লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে অনুমান। নিহত গায়কের মা তাঁর ছেলের খুনের উপযুক্ত তদন্তের দাবি জানিয়েছেন। সিধুকে কেন খুন করা হল তা জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। ইতিমধ্যেই কানাডার কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রার এই খুনের দায় স্বীকার করেছে। গোল্ডি ব্রার কুখ্যাত বিষ্ণোই গ্যাংয়ের সদস্য।

Latest article