শুধুই অজুহাত! শরতেই শীতের একাধিক ট্রেন বাতিলের ঘোষণা রেলের

Must read

শরৎকাল চলছে। এর মাঝেই শীতের মরশুমের ট্রেন বাতিলের ঘোষণা করল ভারতীয় রেল। সারা বছর নানা কাজের অজুহাত দেখিয়ে একের পর এক ট্রেন বাতিল করে রেল। এর জেরে যাত্রীদের দুর্ভোগ লেগেই থাকে। এবার শীতকালে কুয়াশার চাদর ভেদ করে যাত্রী বোঝাই ট্রেন চালানোর সীমাবদ্ধতার কথা আগাম জানাতে শুরু করল রেল (Indian Railway)।

সোমবার দক্ষিণ-পূর্ব রেলের (Indian Railway) তরফে বিবৃতি জারি করে ডিসেম্বর-জানুয়ারি মাসে ৬টি ট্রেন বাতিলের খবর জানানো হয়। তার মধ্যে আপ-ডাউনে সাঁতরাগাছি-আনন্দ বিহার এক্সপ্রেস বাতিল থাকবে ২ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত। হাতিয়া-আনন্দ বিহার এক্সপ্রেস আপ-ডাউনে ২ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি পর্যন্ত চলবে না। উভয় প্রান্তিক স্টেশনে ২ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত যাত্রী পরিষেবা বন্ধ থাকবে টাটানগর-অমৃতসর এক্সপ্রেসের।

আরও পড়ুন: বন্যা বাড়ছে, রোগ বাড়ছে, কাজে ফিরুন, আপনাদের দরকার, আহ্বান মুখ্যমন্ত্রীর

ঘন কুয়াশায় ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারের প্রচার করলেও তার বাস্তবিক কার্যকারিতা মেলেনি ভারতীয় রেলের।

Latest article