পুনর্ভবার বাঁধ ভেঙে প্লাবিত বহু গ্রাম, দ্রুত ব্যবস্থা নিল প্রশাসন

যে খবর সেচ দফতরে পৌঁছতেই সেচকর্মীরা বাঁধ মেরামত করেন। যদিও মাঝরাতে ফের জল ঢুকতে আরম্ভ করে বাঁধের গর্ত দিয়ে।

Must read

সংবাদদাতা, বালুরঘাট : পুনর্ভবার স্রোতে বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা। ঘটনাস্থল পরিদর্শনে বিডিও এবং সেচ দফতরের আধিকারিকরা। গঙ্গারামপুরের পুনর্ভবা এবং বালুরঘাটের আত্রেয়ী নদীতে জলস্তর বৃদ্ধির কারণে এমনিতেই দুই নদী ফুঁসছিল। নদীতীরবর্তী গ্রামের মানুষদের শঙ্কাকে সত্যি করে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের বেলবাড়ি অঞ্চলের গুড়িয়াপাড়া এলাকায় ভাঙল পুনর্ভবা নদীর বাঁধ। সোমবার সকাল থেকে নদীবাঁধের ইদুরের গর্ত দিয়ে জল ঢুকছিল। যে খবর সেচ দফতরে পৌঁছতেই সেচকর্মীরা বাঁধ মেরামত করেন। যদিও মাঝরাতে ফের জল ঢুকতে আরম্ভ করে বাঁধের গর্ত দিয়ে।

আরও পড়ুন-গম্ভীরই রোহিতদের হেডস্যার

এরপর মঙ্গলবার ভোরে ভেঙে যায় পুনর্ভবা নদীর বাঁধ। বাঁধ ভেঙে যাওয়ার কারণে মণিপাড়া, গুড়িয়াপাড়া, জয়পুর সহ একাধিক গ্রাম প্লাবিত হয়ে পড়ে। ফসল নষ্ট হয়, পুকুরের মাছ ভেসে চলে যায়। ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন গ্রামবাসী। বাঁধভাঙার খবর পেয়ে প্লাবিত এলাকা পরিদর্শনে যান বিডিও অর্পিতা ঘোষাল। সংবাদমাধ্যমকে বিডিও বলেন, পরিস্থিতি কিছুটা ভয়াবহ, বাঁধের অনেকটা অংশ ভেঙেছে, ইলেকট্রিকের পোল পড়ে যাওয়ার মতো অবস্থা। আমরা বিদ্যুৎ দফতরে খবর দিয়েছি। যেভাবে জল ঢুকছে তাতে হয়ত সন্ধ্যার মধ্যে আশপাশের বাড়িতে জল ঢুকে যেতে পারে। আমরা গ্রাম পঞ্চায়েতকে বলেছি, জল বাড়লে ঘোষণা করে দিতে এবং মানুষদের অন্যত্র সরাতে। জলের স্রোত থাকায় এখনই সেচ দফতরের কাজ করা সম্ভব না। সোমবার রাতে আত্রেয়ীর নদীর জল রঘুনাথপুরের অত্রি কলোনি এলাকায় ঢুকেছে। বালুরঘাটের সেচ আধিকারিক অঙ্কুর মিশ্র বলেন, নদীর জল বিপদসীমার খুব কাছে চলে এসেছে। জলস্তর বাড়ছে। আমরা স্লুইস গেট বন্ধ করে দিয়েছি।

Latest article