রাজ্যের একাধিক প্রকল্প ইন্ডিয়ান এক্সপ্রেস গ্রুপের প্রযুক্তি সভা পুরস্কারের জন্য নির্বাচিত হল, টুইট মুখ্যমন্ত্রীর

Must read

প্রান্তিক শ্রেণীর মানুষের জীবনে নয়া দিগন্তের সূচনা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) বিভিন্ন প্রকল্প। তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর জনমুখী প্রকল্পগুলি সারা বিশ্বে ইতিমধ্যেই সারা ফেলে দিয়েছে। এবার দুয়ারে সরকার সহ বেশ কিছু প্রকল্প ইন্ডিয়ান এক্সপ্রেস গ্রুপের প্রযুক্তি সভা পুরস্কার ২০২২-এর (Technology Sabha Award 2022 of the Indian Express group) জন্য নির্বাচিত হয়েছে। একথা টুইট করে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: রাজ্যপালের সচিব পদে এলেন নন্দিনী

টুইটারে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) লিখেছেন, জেনে খুশি হয়েছি যে পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্পগুলি যেমন- দুয়ারে ত্রাণ, দুয়ারে সরকার, মাইনর মিনারেল অনলাইন সাপ্লাই চেন ম্যানেজমেন্ট সিস্টেম এবং স্টেট এক্সাইজ সাপ্লাই চেন ম্যানেজমেন্ট সিস্টেম (eAbgari) ইন্ডিয়ান এক্সপ্রেস গ্রুপের প্রযুক্তি সভা পুরস্কার ২০২২-এর জন্য নির্বাচিত হয়েছে৷ সবাইকে অভিনন্দন!”

Latest article