Maoists Kill 4 in Gaya: বদলা নিল মাওবাদীরা

পুলিশের চর সন্দেহে গয়ায় চারজন খুন

Must read

প্রতিবেদন : বিহারের (Bihar) গয়া (Gaya) জেলায় রীতিমতো বদলা নিল মাওবাদীরা। গয়া জেলার ডুমুরিয়া থানার (Dumuriya Police Station) মউনবার গ্রামে একই পরিবারের চারজনকে হত্যা করল মাওবাদীরা (Maoists)। একই সঙ্গে বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিল দু’টি বাড়ি। পুলিশের চর সন্দেহেই চার গ্রামবাসীকে (Maoists Kill 4 in Gaya) মাওবাদীরা মেরে ঝুলিয়ে দিয়েছে। কেন ওই চারজনকে হত্যা করা হয়েছে, সে কথা দেওয়ালে লিখে গিয়েছে মাওবাদীরা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে।

খবর পেয়ে ঘটনাস্থলে যান বিহার পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। শুরু হয়েছে তদন্ত। আশপাশের ঘন জঙ্গলে মাওবাদীরা লুকিয়ে আছে কি না তা জানতে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। পুলিশ জানিয়েছে, মউনবার এলাকায় সরযূ সিং ভক্তের বাড়িতে বিস্ফোরণ ঘটে। শুধু বিস্ফোরণই নয়, ওই বাড়ির চার সদস্যকে মেরে ঝুলিয়ে দেয় মাওবাদীরা। মৃতদের মধ্যে দু’জন মহিলা। মাওবাদীরা যে চারজনকে খুন করেছে তাঁরা হলেন, সত্যেন্দ্র সিং, মহেন্দ্র সিং, সুনীতা সিং এবং মনোরমা দেবী (Maoists Kill 4 in Gaya)। চারজনকে খুন করার পর কেন তাঁদের হত্যা করা হয়েছে সেকথা মাওবাদীরা স্পষ্ট করে দেওয়ালে লিখে রেখে গিয়েছে।

আরও পড়ুন-Manipur : দায় স্বীকার জঙ্গিদের

মাওবাদীরা দেওয়ালে লিখে গিয়েছে, ওই পরিবারের সদস্যরা ষড়যন্ত্র করে চার মাওবাদীকে হত্যা করেছিলেন। ওই পরিবারের সদস্যরা ছিলেন পুলিশের চর। পুলিশের কথামতোই তাঁরা অমরেশ কুমার, সীতা কুমার, শিবপূজন কুমার এবং উদয় কুমার নামে চার মাওবাদীকে বিষ খাইয়ে খুন করেছিলেন। সেই হত্যার বদলা নিতেই চারজনকে মেরে ঝুলিয়ে দেওয়া হল। যদিও পুলিশ মাওবাদীদের এই বক্তব্য উড়িয়ে দিয়েছে। ওই পরিবারটি যে তাদের কথামতো চলত সেকথা অস্বীকার করেছেন জেলা পুলিশ সুপার। মাওবাদীদের এই নৃশংস আচরণ প্রসঙ্গে গয়া জেলার এএসপি আদিত্য কুমার বলেন, “এনকাউন্টারেই চার মাওবাদীকে হত্যা করা হয়েছিল। সেই ঘটনার বদলা নিতেই চার নিরীহ মানুষকে খুন করল মাওবাদীরা।”

Latest article